PM Modi: নির্বাচনে জিততে গেলে কী করতে হয়, জানালেন প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 09, 2023 | 9:08 PM

প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা দেশের মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করেছি। কেন্দ্রীয় সরকার এবং দেশের জনগণের মধ্যে হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের সরকার ‘মা-বাপ’ নয়। কিন্তু বাবা-মায়েদের সেবা করে। একই ভাবে প্রধানমন্ত্রী আপনাদের সেবায় নিযুক্ত।”

PM Modi: নির্বাচনে জিততে গেলে কী করতে হয়, জানালেন প্রধানমন্ত্রী মোদী
মোদী
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: নির্বাচনে জেতার জন্য কী করতে হয়, তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মোদীর আক্ষেপ কিছু রাজনৈতিক দল এই সহজ সত্য বোঝে না। শনিবার বিকশিত ভারত সংকল্প যাত্রার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। মোদী মনে করেন, নির্বাচনে জিততে হলে জনগণের হৃদয় জেতা খুব জরুরি। কখনই মানুষের জ্ঞানকে হেয় করে দেখতে নেই। নির্বাচনে জেতার জন্য মানুষের মধ্যে যাওয়া জরুরি বলে মনে করে তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো সম্ভব নয়, বলেও বিরোধীদের এ দিন কটাক্ষ করেছেন তিনি।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা দেশের মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করেছি। কেন্দ্রীয় সরকার এবং দেশের জনগণের মধ্যে হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের সরকার ‘মা-বাপ’ নয়। কিন্তু বাবা-মায়েদের সেবা করে। একই ভাবে প্রধানমন্ত্রী আপনাদের সেবায় নিযুক্ত।” এর পরই তিনি বলেছেন, “মোদী গরিবের খেয়াল রাখে। যার কেউ নেই তাঁর জন্য আমার দরজা সবসময় খোলা থাকে। আমার কাছে প্রত্যেক গরিব ভিআইপি। প্রত্যেক মা, বোন, মেয়ে ভিপিআই। প্রত্যেক যুব ভিআইপি।”

এর পরই বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেছেন, “কিছু রাজনৈতিক দল বোঝে না মিথ্য প্রতিশ্রুতি দিয়ে কোনও কিছু জয় করা যায় না। নির্বাচনে জিততে মানুষের কাছে পৌঁছে যেতে হয়। সোশ্যাল মিডিয়ায় নয়।”

Next Article