নয়াদিল্লি ও মুম্বই: হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু, ঘোষণা হল না মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের তারিখ। মহারাষ্ট্রে নির্বাচন পরে হবে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কিন্তু, কেন এখন ভোটের তারিখ ঘোষণা হল না? শুক্রবার সেই কারণও জানাল নির্বাচন কমিশন। আর তার পরই কমিশনকে আক্রমণ করল উদ্ধব ঠাকরের শিবসেনা। ভোট পিছনোর লক্ষ্য নিয়ে কটাক্ষ করলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে।
২০১৯ সালের অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই হিসেবে ২৮৮ আসনের মহারাষ্ট্রে এবছরের অক্টোবরে ভোট হওয়ার কথা। এদিন নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণার জন্য সাংবাদিক বৈঠক করে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও কমিশনের বাকি দুই সদস্য জ্ঞানেশ কুমার ও এসএস সাঁধু এদিন সাংবাদিক বৈঠক করেন। তাঁরা হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভোটের তারিখ জানান। দুই রাজ্যে ভোটের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর। কিন্তু, মহারাষ্ট্রের ভোটের দিন নিয়ে কমিশন জানায়, পরে ভোট হবে মহারাষ্ট্রে।
কিন্তু, এখন কেন ভোট হচ্ছে না মহারাষ্ট্রে? এই নিয়ে প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ভারী বৃষ্টির জেরে আপাতত ভোট হবে না মহারাষ্ট্রে। একইসঙ্গে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সমস্যার কথাও তুলে ধরেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “পাঁচ বছর আগে মহারাষ্ট্র ও হরিয়ানায় একসঙ্গে ভোট হয়েছিল। সেইসময় জম্মু-কাশ্মীরে ভোট হয়নি। এবার চলতি বছরের বাকি এই কয়েকমাসে ৪ রাজ্যে ভোট হবে। তারপরই আরও একটি রাজ্যে ভোট রয়েছে।” হরিয়ানা, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে চলতি বছরে ভোট হবে। ২০২৫ সালের শুরুতেই ভোট হওয়ার কথা দিল্লিতে। রাজীব কুমার বলেন, ” ভোটের জন্য নিরাপত্তা বাহিনীর প্রয়োজনের কথা মাথায় রেখে একসঙ্গে দুই রাজ্যে ভোট করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।” একইসঙ্গে মহারাষ্ট্রে ভারী বৃষ্টির প্রসঙ্গে টেনে আনেন তিনি। গত কয়েক সপ্তাহে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। রয়েছে একাধিক উৎসবও। সেইসব কথা মাথায় রেখেই মহারাষ্ট্রের ভোটের তারিখ ঘোষণা পরে হবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার।
নির্বাচনের কমিশনের এই বক্তব্য নিয়ে সরব হয়েছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। একসঙ্গে একাধিক রাজ্যে নির্বাচন করার ক্ষমতা কমিশনের রয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি। বৃষ্টির প্রসঙ্গে তুলে কমিশনকে কটাক্ষ করে আদিত্য ঠাকরে বলেন, “শুধুমাত্র মহারাষ্ট্রে বর্ষাকাল রয়েছে। নির্বাচন কমিশনের মতে, আর কোনও রাজ্যে বর্ষাকাল নেই।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)