মোদীর সঙ্গে ফোনে কথা ইউনুসের, বাংলাদেশি হিন্দুদের নিয়ে দিলেন বড় প্রতিশ্রুতি

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 16, 2024 | 5:02 PM

India-Bangladesh: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস।

মোদীর সঙ্গে ফোনে কথা ইউনুসের, বাংলাদেশি হিন্দুদের নিয়ে দিলেন বড় প্রতিশ্রুতি
মোদীর সঙ্গে কথা বললেন মহম্মদ ইউনুস।
Image Credit source: X

Follow Us

নয়া দিল্লি: বাংলাদেশে পতন হয়েছে হাসিনা সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। জানা গিয়েছে, বাংলাদেশে হিন্দু ও সংখ্য়ালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন মহম্মদ ইউনুস। প্রধানমন্ত্রী এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রফেসর মহম্মদ ইউনুসের ফোন করেছিলেন। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও উন্নয়নশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন জানিয়েছি। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন উনি (ইউনুস)।”

প্রসঙ্গত, গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও, লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের অবস্থা নিয়ে দেশের ১৪০ কোটি মানুষ উদ্বিগ্ন। দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, এই প্রার্থনা করেন তিনি।

অন্যদিকে, চলতি সপ্তাহের মঙ্গলবার মহম্মদ ইউনুস বাংলাদেশের সংখ্যালঘু ও হিন্দুদের সঙ্গে দেখা করেন। ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশি হিন্দুদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের পরিস্থিতি শুনে দুঃখ প্রকাশ করেন এবং তাদের উপরে হামলায় অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন ইউনুস।

Next Article