ভয় বাড়াচ্ছে করোনা, ভারত ও দুবাইয়ের মধ্যে ১০ দিনের জন্য বিমান চলাচল স্থগিত রাখল এমিরেটস

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 22, 2021 | 8:03 PM

চলতি সপ্তাহেই ভারতকে লাল তালিকাভুক্ত করে ব্রিটেনও। রবিবার থেকে আগামী ১০ দিনের জন্য দুবাই ও ভারতের মধ্যে বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিল এমিরেটস সংস্থা।

ভয় বাড়াচ্ছে করোনা, ভারত ও দুবাইয়ের মধ্যে ১০ দিনের জন্য বিমান চলাচল স্থগিত রাখল এমিরেটস
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: একে একে ভারতের সঙ্গে উড়ান সংযোগ বিচ্ছিন্ন করছে বিভিন্ন দেশ। দেশে লাগামহীন করোনা সংক্রমণ দেখা দিতেই ব্রিটেনের পর এ বার দুবাইও ১০ দিনের জন্য ভারতের সঙ্গে উড়ান চলাচল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল।

রবিবার থেকে আগামী ১০ দিনের জন্য ভারত ও দুবাইয়ের মধ্যে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করে এমিরেটস এয়ারলাইন। মধ্য প্রাচ্য যাওয়ার প্রধান উড়ান সংস্থা এটিই। বিমান চলাচলে স্থগিতাদেশের কারণ হিসাবে ভারতে করোনা সংক্রমণের বৃদ্ধিকেই দায়ী করা হয়েছে।

এর আগে ব্রিটেনও চলতি সপ্তাহেই ভারতকে লাল তালিকাভুক্ত করে। সে দেশের তরফে জানানো হয়, আয়ারল্যান্ড ও ব্রিটেনের বাসিন্দা ছাড়া যে সমস্ত যাত্রী বিগত ১০দিনে ভারতে গিয়েছেন বা থেকেছেন, তাদের আপাতত ব্রিটেনে প্রবেশ নিষেধ। ফ্রান্সের তরফেও জানানো হয়েছে, ভারত থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলক ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ইউনাইটেড আরব এমিরেটসের তরফে বুধবার জানানো হয়েছে, ইতিমধ্যেই ১কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের বাসিন্দাদের। যারা এখনও ভ্যাকসিন নেননি, তাদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হবে। এছাড়াও মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো নিয়মও ফের একবার কড়াভাবে জারি করা হয়েছে।

অন্যদিকে ভারতে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। দ্রুত হারে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন রাজ্যে শয্যা সঙ্কটের পাশাপাশি ভয়ানকভাবে অক্সিজেন সঙ্কটও দেখা দিয়েছে। পাশাপাশি বহু রাজ্যে দেখা দিয়েছে করোনা টিকার ঘাটতিও।

আরও পড়ুন: পুলিশের চোখ এড়িয়েই কোভিড সেন্টারের জানলা ভেঙে পালাল ৩১ করোনা রোগী!

Next Article