Monorail Accident: বিমে ধাক্কা মারল মনোরেল, আহত চালক সহ ৩
Mumbai Monorail: বুধবার দিন সকালে মুম্বইয়ের ওয়াদালায় টেস্ট রান চলাকালীন মনোরেল লাইনচ্যুত হয়ে একটি বিমে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন ট্রেনে থাকা তিন কর্মী। ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের কামরা। মনোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওয়াদালা ডিপো থেকে বেরিয়েই যে ট্র্যাক ক্রসওভার পয়েন্ট রয়েছে, সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

মুম্বই: মনোরেলে আবার দুর্ঘটনা। পুরোদমে পথচলা শুরু হওয়ার আগেই মুম্বইয়ের মনোরেল ট্রেন ধাক্কা মারল বিমে। লাইনচ্যুত হল ট্রেন। বুধবার দিন সকালে মুম্বইয়ের ওয়াদালায় টেস্ট রান চলাকালীন মনোরেল লাইনচ্যুত হয়ে একটি বিমে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন ট্রেনে থাকা তিন কর্মী। ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের কামরা।
মহা মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড মনোরেল চালায়। তারা এই দুর্ঘটনাকে ছোট্ট ঘটনা বলে উল্লেখ করেছে। ট্রেনে কোনও যাত্রী না থাকায়, কেউ আহত হয়নি। তবে একজন কর্মীই জানিয়েছেন, মনোরেলের তিন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে যে মনোরেলটি হালকা বেঁকে রয়েছে। জানা গিয়েছে, মনোরেলের প্রথম কোচ ট্র্যাকের একটি বিমে ধাক্কা মারে। ট্রেনের সামনের অংশটি বেরিয়ে আসে। পিছনের অংশ সামান্য বেঁকে যায়। পরে বিকালে ক্রেন দিয়ে ট্রেনটিকে ট্র্যাকে তোলা হয়।
#WATCH | Mumbai: Maha Mumbai Metro Operation Corporation Ltd. (MMMOCL) is conducting a series of advanced system trials and tests as part of its ongoing technology upgradation program. During one of these routine signalling trials, a minor incident occurred. The situation was… pic.twitter.com/zlCwdVbKPd
— ANI (@ANI) November 5, 2025
প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর থেকেই রেগুলার মনোরেল পরিষেবা বন্ধ রয়েছে। টেকনিক্যাল সমস্যার পর সিস্টেম আপগ্রেডের কাজ চলছে। গত ১৫ সেপ্টেম্বরই ওয়াদালায় থমকে গিয়েছিল মনোরেল।
মনোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওয়াদালা ডিপো থেকে বেরিয়েই যে ট্র্যাক ক্রসওভার পয়েন্ট রয়েছে, সেখানেই এই দুর্ঘটনা ঘটে। সিগন্যালিং ট্রায়ালের জন্য মনোরেল চালানো হচ্ছিল। ট্রেনের ক্যাপ্টেনের সঙ্গে একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তার সঙ্গে কয়েকজন কর্মীও উঠেছিলেন। তারা পরবর্তী স্টেশনে নেমে যেতেন। ট্রেনটি দুটো বিমের মাঝে আটকে ছিল।
মেধা এসএমএইচ রেল প্রাইভেট লিমিটেড থেকে ১০টি ৪ কামরার মনোরেল কিনেছে মহা মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড। এক একটি মনোরেল কিনতে ৫৫ কোটি টাকা খরচ হয়েছে।
