পুলওয়ামা: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহগণের নিরিখে এবছর বিগত ৩ দশকের রেকর্ড ভেঙেছিল জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir)। কিন্তু, তার কয়েকদিন যেতে না যেতে ফের জঙ্গি তৎপরতা। আবার জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠল ভূ-স্বর্গ। রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) জেলায় জঙ্গি দমন অভিযানে নেমেছে কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পুলওয়ামা জেলার লারো-পারিগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। ওই এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতেই এদিন লারো-পারিগাম এলাকায় অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথবাহিনী। জঙ্গি দমন অভিযানে পুলিশ ও সেনাবাহিনী তাদের কাজ করছে বলে টুইট করে জানিয়েছে কাশ্মীর পুলিশ।
প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগেই রাজৌরি জেলায় নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল এক জঙ্গির। গোপন খবরের ভিত্তিতেই গত ৫ অগস্ট সেনা ও পুলিশের যৌথবাহিনী রাজৌরি জেলায় অভিযান চালিয়েছিল। এই অভিযানের আগে কুলগাম জেলায় জঙ্গিদের গুলিতে ৩ সেনাকর্মীর মৃত্যু হয়েছিল। তারপরই কুলগাম জেলায় নিরাপত্তা জোরদার করা হয়।