ভিডিয়োকন-আইসিাইসিআই মামলায় চন্দা কোচার সহ অন্যান্যদের নামে চার্জশিট পেশ ইডির

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 27, 2020 | 1:47 PM

ইডির অভিযোগ, চন্দা কোচারের নেতৃত্বে একটি কমিটি ২০০৯ সালে ভিল(VIEL)কে ৩০০ কোটি টাকার ঋণ পাইয়ে দেয়। এই টাকার মধ্যে থেকে ৬৪ কোটি টাকা পরেরদিনই চন্দা কোচারের স্বামী দীপক কোচারের সংস্থা নিউপাওয়ার রিনিউবলস লিমিটেডের নামে স্থানান্তরিত করা হয়।

ভিডিয়োকন-আইসিাইসিআই মামলায় চন্দা কোচার সহ অন্যান্যদের নামে চার্জশিট পেশ ইডির
চন্দা কোচার ও দীপক কোচার। ছবি সৌজন্যে: গুগল

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: চার্জশিটের সঙ্গে প্রমাণ হিসাবে পাঁচ ট্রাঙ্ক নথি জমা দিল ইডি (Enforcement Directorate)। আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও এগজিকিউটিভ অফিসার চন্দা কোচার (Chanda Kochhar), তাঁর স্বামী দীপক কোচার (Deepak Kochhar)ও ভিডিয়োকন গ্রুপের প্রধান বেণুগোপাল ধুতের (Venugopal Dhoot) বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগে মুম্বইয়ের একটি বিশেষ আদালতে চার্জশিট পেশ করল ইডি।

সূত্র অনুযায়ী, চার্জশিটে নিউ পাওয়ার রিনিউবলস লিমিটেড (Nu Power Renewables Ltd), ভিডিয়োকন ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক লিমিটেড (Videocon International Electronics Ltd), ভিডিয়োকন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Videocon Industries Ltd) ও সুপ্রিম এনার্জি প্রাইভেট লিমিটেড(Supreme Energy Pvt Ltd)-র নাম রয়েছে।

কোর্টের তরফ থেকে জানানো হয়,”যে পাঁচ ট্রাঙ্ক তথ্য জমা পড়েছে, তা পর্যবেক্ষণ করার জন্য চার্জশিট এখনও গ্রহণ করা হয়নি। তবে চার্জশিট জমা দেওয়ার বিষয়টি রেকর্ড করা হয়েছে।” আপাতত ১১ নভেম্বর অবধি মামলা স্থগিত থাকবে বলেই জানানো হয়েছে কোর্টের তরফে। পদের অপব্যবহার করে ভিডিয়োকন গ্রুপকে বেআইনিভাবে ১৮৭৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোচার পরিবারের বিরুদ্ধে। ইডির তথ্য অনুযায়ী, পুরোনো ঋণগুলির পাশাপাশি নতুন করে ১৭৩০ কোটি টাকার ঋণ ভিডিয়োকন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সংশ্লিষ্ট সংস্থার অন্যান্য কোম্পানিগুলিকে দেওয়া হয়। এই ঋণগুলিই ২০১৭ সালে আইসিআইসিআই ব্যাঙ্কের অনুৎপদক সম্পদে পরিণত হয়।

ইডির অভিযোগ, চন্দা কোচারের নেতৃত্বে একটি কমিটি ২০০৯ সালে ভিল(VIEL)কে ৩০০ কোটি টাকার ঋণ পাইয়ে দেয়। এই টাকার মধ্যে থেকে ৬৪ কোটি টাকা পরেরদিনই চন্দা কোচারের স্বামী দীপক কোচারের সংস্থা নিউপাওয়ার রিনিউবলস লিমিটেডের নামে স্থানান্তরিত করা হয়। তদন্তকারী সংস্থার অভিযোগ, এই টাকার মাধ্যমেই ১০.৬৫ কোটি টাকার লাভ করে নিউপাওয়ার রিনিউবলস। তদন্তকারী সংস্থা এখনও অবধি মোট ৭৮.১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এরমধ্যে রয়েছে দক্ষিণ মুম্বইয়ের সিসিআই চেম্বারে একটি বিলাসবহুল ফ্ল্যাটও, যা কোচার পরিবারকে দিয়েছিল ভিডিয়োকন গ্রুপ।

২০১৮ সালে এই আর্থিক কেলেঙ্কারি ঘটনা সামনে আসে এবং ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে দীপক কোচারকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি আইনি হেফাজতেই রয়েছেন।

Next Article