Mahua Moitra: ফের মহুয়া মৈত্রকে বাংলো ছাড়ার নোটিস, এবার কি জোর করে উচ্ছেদ করা হবে?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 17, 2024 | 9:10 AM

Government Bungalow: কেন্দ্রীয় হাউসিং ও নগরোন্নয়ন মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, সংসদ থেকে বিতাড়িত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আরও একবার সরকারি বাংলো ছাড়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। অবিলম্বেল তাঁকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়েছে।

Mahua Moitra: ফের মহুয়া মৈত্রকে বাংলো ছাড়ার নোটিস, এবার কি জোর করে উচ্ছেদ করা হবে?
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: সাংসদ পদ হারিয়েছেন। তবু সরকারি বাংলো ছাড়ছেন না মহুয়া মৈত্র (Mahua Moitra)। এর আগে দুইবার তাঁকে বাংলো ছাড়ার নোটিস দেওয়া হয় লোকসভার তরফে, কিন্তু সেই নির্দেশে গুরুত্বই দেননি তিনি। আবারও প্রাক্তন তৃণমূল সাংসদকে অবিলম্বে সরকারি বাংলো (Government Bungalow) ছাড়ার নোটিস দেওয়া হল। মঙ্গলবারই তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় হাউসিং ও নগরোন্নয়ন মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, সংসদ থেকে বিতাড়িত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আরও একবার সরকারি বাংলো ছাড়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। অবিলম্বে তাঁকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়েছে।

পিটিআই সূত্রের খবর, আগের দুইবার নোটিস পাঠিয়েও কোনও লাভ না হওয়ায়, এবার মহুয়া মৈত্র যাতে অবিলম্বে সরকারি বাংলো ছেড়ে দেন, তার জন্য ডিরেক্টরেট অব এস্টেটের একদল আধিকারিক পাঠানো হবে

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগেই গত বছরের ৮ ডিসেম্বর লোকসভা থেকে বরখাস্ত করা হয় মহুয়া মৈত্রকে। তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। এরপরই তাঁকে ৭ জানুয়ারির মধ্যে সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নোটিস দেওয়া হয়। কিন্তু ওই সময়ের মধ্যে সরকারি বাংলো না ছাড়ায় তাঁকে আবার নোটিস পাঠানো হয়। সাংসদ পদ খোয়ানোর পরও কেন তিনি সরকারি বাংলো ছাড়ছেন না, তার জবাব তিনদিনের মধ্যে দিতে বলা হয়। গত ১২ জানুয়ারিও  লোকসভা কমিটির তরফে আবার নোটিস পাঠানো হয় মহুয়াকে।

অন্যদিকে, সরকারি বাংলো ছাড়ার নোটিস নিয়ে আদালতের দ্বারস্থ হলেও, পরে তিনি ওই পিটিশন প্রত্য়াহার করে নেন।

Next Article