একসময় জাপানের বুলেট ট্রেন ছিল ভারতবাসীর স্বপ্ন। আরও আরও দ্রুতগতিতে কীভাবে গন্তব্যে পৌঁছনো যায়, সেই লক্ষ্যে ভারতীয় রেলও চেষ্টার খামতি রাখেনি। বুলেটের সেই স্বপ্ন বাস্তবের মাটিতে আসতে আর বেশি দেরী নেই। তবে ভারতীয় রেল আরও একধাপ এগিয়ে যে পদক্ষেপ করেছে, তা তাক লাগিয়ে দেওয়ার মতো। বিশ্বের কোনও দেশে এখনও পর্যন্ত যে প্রযুক্তি কার্যকর হয়নি, তারই স্বপ্ন দেখাচ্ছে রেল। আর রেলের সঙ্গী ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (IIT)। সেই প্রযুক্তির নাম হাইপারলুপ (Hyperloop)। ভেবে দেখুন তো! আলো-হাওয়া বিহীন একটা টিউবের মধ্যে দিয়ে আপনার যান হু হু করে ছুটে যাচ্ছে। ঝড়-বৃষ্টি কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারছে না। নিমেষে পৌঁছে যাচ্ছেন ভিনরাজ্যে। টলিগঞ্জ থেকে দমদম যেতে যতটা সময় লাগে, ধরুন ততটা সময়েই পৌঁছে যাচ্ছেন কলকাতা থেকে পুরী! অদূর ভবিষ্যতেই হয়ত সেই স্বপ্ন সত্যি হবে। গল্পকথা নয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ। ইতিমধ্যে সেই নমুনাও দেখে এসেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইলন মাস্কের মস্তিষ্কপ্রসূত প্রযুক্তির নাম Hyperloop ২০১৩ সালে প্রথম এই হাইপারলুপের ধারণার কথা বলেছিলেন স্পেস এক্স কর্তা ইলন...