BR Ambedkar: হিন্দু ধর্ম ছেড়ে কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বাবা সাহেব আম্বেদকর?
BR Ambedkar: গৌতম বুদ্ধের শিক্ষা নিয়েও ব্যাখ্যা দিয়েছিলেন আম্বেদকর। বুদ্ধ বলেছিলেন, তাঁর ভক্তরা যেন অন্ধ অনুসরণ না করেন। তার শিক্ষাকেই সঠিক শিক্ষা বলে চোখ বুজে মেনে না নেয়।

নয়া দিল্লি: শৈশব থেকেই জাত-পাত, বর্ণ বিদ্বেষ দেখেছেন বাবা সাহেব আম্বেদকর। দলিত হওয়ায় তাঁকে শোষণ সহ্য করতে হয়েছিল। তবে জানেন কি, পরবর্তী সময়ে হিন্দু ধর্ম পরিত্যাগ করে বৌদ্ধ ধর্ম করেছিলেন। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তার ব্যাখ্য়া করে গিয়েছিলেন একটি প্রতিবেদনে। ১৯৫০ সালে কলকাতার মহাবোধী সোস্যাইটির মাসিক পত্রিকায় “বুদ্ধ ও তাঁর ধর্মের ভবিষ্যৎ” শীর্ষক প্রতিবেদনে তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্ট ও বৌদ্ধ- এই চার ধর্মের তুলনা করেছিলেন।
ওই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছিলেন যে বুদ্ধ বাকিদের থেকে আলাদা। আম্বেদকর লিখেছিলেন, “বাইবেল জুড়ে যীশুখ্রিস্ট বলেছেন যে ঈশ্বরের সন্তান। মহম্মদ আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে তিনি ঈশ্বরের দূত। শ্রীকৃষ্ণ নিজেকে পরমেশ্বর, দেবাদিদেব বলে দাবি করেছেন। সেখানেই বুদ্ধ নিজেকে এমন কোনও স্বীকৃতি দেননি। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন এবং ধর্মের প্রচারও সাধারণ মানুষের মতোই করেছিলেন। নিজের কোনও দৈবিক শক্তি রয়েছে বলে দাবি করেননি বা কোনও মিরাকেলও করেননি নিজের দৈবত্ব প্রমাণ করতে। কৃ্ষ্ণ, মহম্মদ ও যীশুখ্রিস্ট নিজেদের মোক্ষদাতা বলে দাবি করেছেন। সেখানে বুদ্ধ মার্গদাতা হিসাবেই সন্তুষ্ট ছিলেন।”
গৌতম বুদ্ধের শিক্ষা নিয়েও ব্যাখ্যা দিয়েছিলেন আম্বেদকর। বুদ্ধ বলেছিলেন, তাঁর ভক্তরা যেন অন্ধ অনুসরণ না করেন। তার শিক্ষাকেই সঠিক শিক্ষা বলে চোখ বুজে মেনে না নেয়। যুক্তি ও ব্যাখ্যা দিয়েই কোনও শিক্ষাকে গ্রহণ করার কথা বলেছিলেন। তাঁর অনুসরণকারীদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন।





