BJP’s Parliamentary Meet: বিজেপির সংসদীয় বৈঠকে জি২০ নিয়ে বিস্তারিত উপস্থাপনা জয়শঙ্করের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 20, 2022 | 11:59 AM

BJP's Parliamentary Meet: মঙ্গলে বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে মোদীর সামনেই জি২০ নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

BJPs Parliamentary Meet: বিজেপির সংসদীয় বৈঠকে জি২০ নিয়ে বিস্তারিত উপস্থাপনা জয়শঙ্করের
ছবি সৌজন্যে: ANI

Follow Us

নয়া দিল্লি: রুটিন মাফিক মঙ্গলবার সংসদ ভবনেই বিজেপির সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই বৈঠকে যোগ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, অর্জুন রাম মেঘওয়াল ও ভি মুরলীধরন। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিজেপি সাংসদরাও এই বৈঠকে অংশ নিয়েছেন।

আজ বিজেপির সংসদীয় দলের এই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের জি২০ সামিটের আয়োজন নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রসঙ্গত, এই বছর ইন্দোনেশিয়ার বালিতে আগামী এক বছরের জন্য জি২০ সম্মেলনের সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। এবার দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ২০০ টি জি২০ বৈঠকের আয়োজন করা হবে। এর মধ্যে বাংলাতেই তিন থেকে চারটি বৈঠক আয়োজনের কথা রয়েছে। আর আগামী বছরের সেপ্টেম্বরে দিল্লিতে জি২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বিষয়েই আজ বিস্তারিত বর্ণনা দেন বিদেশমন্ত্রী।

এদিনের বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্রসঙ্ঘে ভারত সরকারের লেখা চিঠির জন্যই আন্তর্জাতিক মিলেট বর্ষ ২০২৩ পালন করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে দুটি বিষয়ের কথা বলেছেন। প্রথম, জোয়ার-বাজরা মাধ্যমে চলতি পুষ্টি অভিযানের প্রচার করা যেতে পারে। দ্বিতীয়ত,জি২০ এর অতিথিদের জন্য নৈশভোজে জোয়ার-বাজরার তৈরি খাবার রাখা যেতে পারে। এর ফলে তাঁরা জোয়ার-বাজরার গুরুত্ব বুঝতে পারবেন।’ সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী, গুজরাটে বিজেপির বিপুল জয়ের জন্য উদযাপনের উদ্দেশে গুজরাট বিজেপির সভাপতি সিআর পাতিল দিল্লিতে নৈশভোজের আয়োজন করেছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই জমায়েতের পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই।

প্রসঙ্গত, গত সপ্তাহে বিজেপির সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে গুজরাটে বিজেপির বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। গুজরাট নির্বাচনে জয়ের জন্য রাজনাথ সিং, অমিত শাহ ও জেপি নাড্ডা মোদীকে মালা পরিয়ে অভ্যর্থনা জানান। আর আজ এই একই উদ্দেশ্যে নৈশভোজে মিলিত হতে পারেন বিজেপি নেতা-নেত্রীরা।

Next Article