AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দোভালের পর মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্করও, আমেরিকাকেই একঘরে করার প্ল্যান?

India-Russia Relation: গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্পের শুল্কের খাঁড়া এবং বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা নিয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

দোভালের পর মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্করও, আমেরিকাকেই একঘরে করার প্ল্যান?
ফাইল চিত্রImage Credit: X
| Updated on: Aug 14, 2025 | 7:07 AM
Share

নয়া দিল্লি: রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। একদিকে যেখানে মার্কিন প্রেসিডেন্ট দেখা করবেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে, সেখানেই আবার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীরও সাক্ষাৎ হতে পারে আগামী মাসেই। ট্রাম্প যতই হুঁশিয়ারি দিক না কেন, ভারত এত সহজে রাশিয়ার হাত ছাড়ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট এস জয়শঙ্কর যাচ্ছেন মস্কো সফরে।

জানা গিয়েছে, আগামী ২০-২১ অগস্ট রাশিয়া যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারতের উপরে আমেরিকার অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণার পর এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এর আগে, গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্পের শুল্কের খাঁড়া এবং বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা নিয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। ইউক্রেনের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদী আরও একবার শান্তিপূর্ণভাবে সংঘাত মিটিয়ে নেওয়ার কথা বলেন।

ভারতের উপরে আমেরিকা শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করে দেওয়ার পরদিনই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও দেখা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ঘনঘন সাক্ষাৎ, আলোচনায় ভারত স্পষ্ট  বুঝিয়ে দিচ্ছে, আমেরিকার চোখ রাঙানিতে ভয় পাচ্ছে না দেশ। রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ নয়, বরং মজবুত করা হচ্ছে।