Fake Babas: পরনে গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা! সাধুর বেশে এত বড় চক্রান্ত?
Fake Babas: কাঁটাতার পেরিয়ে এ দেশে ঢুকে পড়েছে তারা। তারপরই এখানে সাধুর বেশে মানুষকে ঠকিয়ে উপার্জন চালাচ্ছে।

দেরাদুন: কেউ তাদের প্রণাম করছে, কেউ যা পারছে দান করছে। এলাকায় নাকি বিরাট দাপট এই ‘সাধুবাবাদের’। এবার তাদেরই বিদেশি আইনের ধারায় গ্রেফতার করল পুলিশ। যদি ধরা যাক, ভুয়ো তারা। কিন্তু বিদেশি আইনের প্রয়োগ কেন? পুলিশ জানিয়েছে, শুধু ভুয়োই নয়, এই সাধুগুলো বাংলাদেশি অনুপ্রবে্শকারী।
ঘটনা উত্তরাখণ্ডের দেরাদুনের। সেখানকার পুলিশ সুপার অজয় সিং জানিয়েছেন, ‘অভিযুক্তরা এলাকায় ভুয়ো সাধুর বেশে ঘুরে বেড়াত। বেশ কিছু অভিযোগও তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে। আমি নিজেও গ্রেফতার স্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম।’ তাঁর সংযোজন, ‘তাদের চেপে ধরতেই সত্যিটা বেরিয়ে আসে। ওদের না আছে কোনও গুরু। না আছে কোনও জ্যোতিষ শিক্ষার শংসাপত্র। এরপরই তাদের প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়।’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ভুয়ো সাধুগুলো দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। তবে এর মধ্যে বেশ কয়েকজন আবার বাংলাদেশের নাগরিক। কাঁটাতার পেরিয়ে এ দেশে ঢুকে পড়েছে তারা। তারপরই এখানে সাধুর বেশে মানুষকে ঠকিয়ে উপার্জন চালাচ্ছে।
ইতিমধ্যেই গ্রেফতার হওয়া এক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইনটেলিজেন্স ব্যুরো। ওই পুলিশ সুপার জানিয়েছে, রাজ্যের সমস্ত পুলিশ স্টেশনগুলিতে খবর পাঠানো হয়েছে। ভুয়ো সাধুদের ধরতে শুরু হয়েছে অভিযান। গত দু’মাস আগেও উত্তরাখণ্ড জুড়ে অবৈধ মন্দির ভেঙে ফেলার সময় এই রকম বহু ভুয়ো সাধুদের গ্রেফতার করেছিল পুলিশ।

