হরিয়ানা: গ্রামে যেতেই তিনজন সরকারি অফিসারকে ঘিরে ধরলেন কৃষকেরা। ফসলের অবশিষ্টাংশ তথা খড়কুটো পোড়ানো হচ্ছে, এমন খবর পেয়েই হরিয়ানার অম্বালা জেলার একটি গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন আধিকারিকরা। গ্রামে প্রবেশ করার আগেই তাঁদের আটকে দেন একদল কৃষক। বেশ কয়েক ঘণ্টা ওইভাবেই আটকে রাখা হয় বলে অভিযোগ। অম্বালার কট কচুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
এদিন আধিকারিকদের টিমে ছিলেন একজন পাটোয়ারি, একজন গ্রাম সচিব ও কৃষি দফতরের একজন অফিসার। সম্প্রতি উপগ্রহচিত্রে দেখা গিয়েছে ওই গ্রামের বেশ কিছু জমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো হচ্ছে। সেই ছবি দেখেই গ্রামে গিয়েছিলেন আধিকারিকরা। হরিয়ানা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার থেকে ওই উপগ্রহচিত্র পাওয়া গিয়েছে।
এদিন সরেজমিনে সেই অবস্থা দেখতে গেলে তাঁদের আটকে দেন কৃষকেরা। তাঁরা দাবি জানান, সরকারকে গমের এমএসপি বাড়াতে হবে, মেশিন কেনার ক্ষেত্রেও আর্থিক সাহায্য করতে হবে। এই দাবি জানিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয় অফিসারদের। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের ছাড়ানোর ব্যবস্থা করে।
পঞ্জাব ও হরিয়ানায় এই ফসল পোড়ানোর ঘটনা ক্রমশ বাড়ছে। এইভাবে পোড়ালে পরিবেশ দূষণ বাড়তে থাকে হু হু করে। তাই সুপ্রিম কোর্ট দূষণ নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছে। চলছে কড়া নজরদারিও।