জাতীয় নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। সেই অভিযোগে জেলে রয়েছেন তিনি। অসমের ডিব্রুগড়ের জেলে বন্দি তিনি। সেখান থেকেই লড়াই করেছিলেন লোকসভা নির্বাচনে। নির্দল প্রার্থী হিসাবে। পঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্র থেকে ১ লক্ষ ৪৫ হাজারের বেশি ভোটে জিতে সাংসদ হয়েছেন। তিনি হলেন অমৃতপাল সিং। পঞ্জাবের ব়্যাডিক্যাল নেতা হিসাবে পরিচিত তিনি। তাঁর অপর পরিচয় ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে তিনি। ইন্দিরার হত্যাকারীর ছেলেই এ বার পৌঁছে গেলেন লোকসভার অন্দরে। যদিও তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে।
অমৃতপাল সিং ওয়ারিস পঞ্জাব ডি-র প্রধান। গত বছর ফেব্রুয়ারি মাসে অমৃতপালকে ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল পঞ্জাব। তাঁর এক সমর্থকে গ্রেফতার করেছিল পুলিশ। তখন এক দল উন্মত্ত জনতা থানায় আক্রমণ করে ছাড়িয়ে আনেন। সেই হামলার পিছনে অমৃতপাল ছিলেন বলে অভিযোগ। এই ঘটনার মাসখানেক পর গ্রেফতার হন অমৃতপাল। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। সেই মামলাতেই অসমের জেলেবন্দি রয়েছেন তিনি।
অমৃতপাল নিজেকে খলিস্তানপন্থী হিসাবে পরিচয় দেন। তাঁর কর্মী-সমর্থরা কতটা হিংস্র হতে পারে সে পরিচয় আগেই মিলেছে। খলিস্তানপন্থী অমৃতপালই চলে এলেন নির্বাচনী ময়দানে। জেল থেকে লড়েই দেড় লক্ষের বেশি ভোটে জিতলেন। ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং আপ তৃতীয় স্থানে। এ বার লোকসভার অন্দরেও খলিস্তানের আওয়াজ ওঠে কি না সেটাই এখন দেখার।