Brij Bhushan: ‘ব্রিজভূষণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলাম’, চাঞ্চল্যকর স্বীকারোক্তি কুস্তিগিরের বাবার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 08, 2023 | 10:38 PM

False allegations against Brij Bhushan: তাঁর অভিযোগের ভিত্তিতেই রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে পকসো ধারায় মামলা করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার, আগের অভিযোগের বিষয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন নাবালিকা কুস্তিগিরের বাবা।

Brij Bhushan: ব্রিজভূষণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলাম, চাঞ্চল্যকর স্বীকারোক্তি কুস্তিগিরের বাবার
স্বস্তিতে ব্রিজভূষণ (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন নাবালিকা কুস্তিগিরের বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতেই ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো ধারায় মামলা করেছে দিল্লি পুলিশ। আর এখন ওই নাবালিকার বাবা জানাচ্ছেন, তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ করেছিলেন। এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি-সহ ৫ জুন ম্যাজিস্ট্রেটের সামনে তিনি একটি নতুন বক্তব্য রেকর্ড করেছেন তিনি। বৃহস্পতিবার (৮ জুন), সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, তিনি এখন সত্যিটা বলছেন, কারণ আদালতের পরিবর্তে এখনই সত্যিটা বেরিয়ে আসা ভাল।

পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাবালিকা কুস্তিগিরের বাবা বলেছেন, “এখন দুই পক্ষে আলোচনা শুরু হয়েছে। সরকার গত বছর আমার মেয়ের পরাজয়ের (এশিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে) বিষয়ে সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। তাই আমারও ভুল সংশোধন করাটা কর্তব্য। রাগের মাথায় আমরা কিছু মিথ্যা অভিযোগ করেছিলাম। আমার মেয়ে কিছু সমস্যার মুখে পড়েছিল। কিন্তু এফআইআর-এ উল্লেখ করা সব কিছু সত্যি নয়।”

কিন্তু কেন এর আগে মিথ্যা অভিযোগ করেছিলেন তিনি? নাবালিকার বাবা জানিয়েছেন, ২০২২ লখনউয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রায়ালের ফাইনালে তাঁর মেয়ে পরাজিত হয়েছিল। ফলে, ভারতীয় দলে তাকে নির্বাচন করা হয়নি। নাবালিকার বাবার অভিযোগ, রেফারির ভুল সিদ্ধান্ত নিয়ে তাঁর মেয়েকে হারিয়ে দিয়েছিলেন। আর রেফারির সেই সিদ্ধান্তের জন্য দায়ী ছিলেন ব্রিজভূষণ শরণ সিং। তিনি বলেছেন, “ফাইনালে রেফারির সিদ্ধান্তের কারণে আমার সন্তানের এক বছরের পরিশ্রম ভেস্তে গিয়েছিল। তাই আমি (ব্রিজভূষণের বিরুদ্ধে ) প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।” তিনি আরও জানিয়েছেন, প্রতিবাদী কুস্তিগিরদের সমর্থন করা উচিত বলে অনুভব করেছিলেন বলেই তিনি তাদের আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাঁকে কেউ আন্দোলনে যোগ দেওয়ার জন্য বাধ্য করেনি। তবে, তাঁর মেয়েকে ব্রিজভূষণ যৌন নিপীড়িত করেননি বলে স্পষ্ট জানিয়েছেন নাবালিকার বাবা।

বলাই বাহুল্য নাবালিকার বাবা তাঁর বক্তব্য পরিবর্তন করায় ব্রিজভূষণের বিরুদ্ধে হওয়া মামলাটি যথেষ্ট দুর্বল হয়ে গেল। সেই সঙ্গে নতুন মোড় নিল কুস্তিগিরদের আন্দোলনও। গত জানুয়ারি মাস থেকে কুস্তিগিররা কুস্তি ফেডারেশনের প্রদানের বিরুদ্ধে নিরলস প্রতিবাদ জানিয়ে চলেছেন। গত দু-তিন ধরেই শোনা যাচ্ছিল ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া নতুন বয়ানে নাবালিকা কুস্তিগিরের বাবা তাঁর বক্তব্য পরিবর্তন করেছেন। প্রতিবাদী কুস্তিগিররা অবশ্য এই ধরনের দাবিকে অস্বীকার করেছিলেন। এবার নাবালিকার বাবা প্রকাশ্যে মুখ খোলার পর, কুস্তিগিররা কী পদক্ষেপ নেন, সেটাই দেখার। ১৫ জুনের মধ্যে এই মামলার চার্জশিট দাখিল করার কথা। তদন্ত এখন কোন পথে এগোয়, সেদিকেই চোখ থাকবে সব পক্ষের।

Next Article