Meri Mati, Mera Desh: পুরীতে ‘মেরি মাটি মেরা দেশ’ অনুষ্ঠানে দুই কেন্দ্রীয় মন্ত্রী
৯ অগস্ট থেকে শুরু হয়েছে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচি। মন কি বাত অনুষ্ঠানে এই কর্মসূচির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়াদিল্লি: ‘মেরি মাটি মেরা দেশ’ অনুষ্ঠানে যোগ দিতে ওড়িশার পুরীতে এসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পুরীতে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে প্রার্থনার পর অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যান পুরীর সমুদ্র সৈকতে। বালির উপর চিত্র আঁকতে সিদ্ধহস্ত শিল্পী সুদর্শন পট্টনায়েকের শিল্পকর্ম দেখেন তাঁরা। মেরি মাটি মেরা দেশ থিমের উপর স্যান্ডআর্ট করেছেন সুদর্শন। এর পর বৃক্ষরোপণ অনুষ্ঠানেও যোগ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সম্বিত পাত্রও। পুরীর সেন্ট্রাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও যোগ দেন তাঁরা।
এই অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, “বিদেশীদের দাসত্ব করার যে মনোভাব, তা মন থেকে দূর করা খুবই গুরুত্বপূর্ণ। তা করতে পারলে ২০৪৭ সালে ভারত একটি উন্নত দেশে পরিণত হবে। ভারতবাসীর গর্বের দিনের সূচনা হবে।”
#WATCH | Union ministers Nirmala Sitharaman, Dharmendra Pradhan and BJP leader Sambit Patra attended a plantation drive and ‘Panch Pran Pledge’ under ‘Meri Maati, Mera Desh’ programme in Puri, Odisha. pic.twitter.com/WztG1PEWLZ
— ANI (@ANI) August 17, 2023
৯ অগস্ট থেকে শুরু হয়েছে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচি। মন কি বাত অনুষ্ঠানে এই কর্মসূচির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের স্বাধীনতা সংগ্রামী এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির ঘোষণা করেন প্রধানমন্ত্রী।