What India Thinks Today: কোন পথে এগোবে দেশের অর্থনীতি, WITT-তে আলোচনা করবেন অর্থমন্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ীরা

Feb 22, 2024 | 12:22 PM

What India Thinks Today: শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে নারী শক্তি ও ভারতের উন্নয়ন নিয়ে কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এছাড়াও দেশের স্টার্টআপ সংস্থা নিয়ে কথা বলবেন নীলেশ শাহ, জয়েন মেহতা, সুষমা কৌশিক, দীপেন্দর গোয়েল প্রমুখ ব্যবসায়ীরা। উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

What India Thinks Today: কোন পথে এগোবে দেশের অর্থনীতি, WITT-তে আলোচনা করবেন অর্থমন্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ীরা
কারা থাকবেন অতিথি তালিকায়
Image Credit source: GFX- TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী জন্য ২৫ ফেব্রুয়ারি থেকে। তার জন্য প্রস্তুতি শুরু করেছে দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9। রাজধানী দিল্লিতে এই বার্ষিক ‘ফ্ল্যাগশিপ’ কনক্লেভের আয়োজন করা হবে। সেই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত থাকবেন দেশের বড় ব্যবসায়ীরা, উপস্থিত থাকবেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সমাবেশ ঘটতে চলেছে এই সম্মেলনে।

দেশের অর্থনীতি, স্টার্টআপ ও নারী শক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে

শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে নারী শক্তি ও ভারতের উন্নয়ন নিয়ে কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এছাড়াও দেশের স্টার্টআপ সংস্থা নিয়ে কথা বলবেন নীলেশ শাহ, জয়েন মেহতা, সুষমা কৌশিক, দীপেন্দর গোয়েল প্রমুখ ব্যবসায়ীরা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের অর্থনৈতিক পরিকাঠামো ও বিনিয়োগ নিয়ে কথা বলবেন। সম্মেলনে বক্তব্য রাখবেন বিশিষ্ট অভিনেত্রী কঙ্গনা রানাউত।

যে সব অতিথিরা উপস্থিত থাকবেন সম্মেলনে

১. অশ্বিনী বৈষ্ণব: কেন্দ্রে মোদী সরকারের রেল মন্ত্রক, তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং টেলিযোগাযোগ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন অশ্বিনী বৈষ্ণব। TV9-এর সম্মেলনে বিনিয়োগ নিয়ে কথা বলবেন তিনি।

২. নির্মলা সীতারামণ – বর্তমানে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় প্রথমে বাণিজ্য ও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন তিনি। অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি।

৩. মেনকা গুরুস্বামী– সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মানেকা গুরুস্বামী বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে জায়গা করে নিয়েছিলেন ২০১৯ সালে। তাঁর সঙ্গী অরুন্ধতী কাটজুও জায়গা করে নিয়েছিলেন টাইম ম্যাগাজিনের ওই তালিকায়। অরুন্ধতীও সুপ্রিম কোর্টের আইনজীবী।

৪. বিনীতা সিং – ‘সুগার কসমেটিকস’ সংস্থার প্রতিষ্ঠাতা বিনীতা সিং। একটি টেলিভিশন শো-তে বিচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে। প্রথমে স্টার্টআপের ব্যর্থতার সাক্ষী হলেও পরে সফল হন ব্যবসায়। আজ তাঁর সংস্থার বার্ষিক লাভ ৫০০ কোটি টাকারও বেশি। দেশের ১৩০টিরও বেশি শহরে রয়েছে তাঁর সংস্থার আউটলেট।

5. আমন গুপ্ত – ‘বোট’ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা আমন গুপ্তা। এই সংস্থা শুরু করার আগেও স্টার্টআপ চালু করেছিলেন তিনি, কিন্তু সাফল্য আসেনি। তা সত্ত্বেও হাল ছাড়েননি আমন গুপ্তা। ২০১৬ সালে সমীর মেহতার সঙ্গে ‘বোট’ নামে ইলেকট্রনিক্স দ্রব্যের সংস্থা শুরু করেন তিনি।

এছাড়া আরও অনেক বিশিষ ব্যবসায়ীদেরও অন্তর্ভুক্ত করা হবে। তালিকায় থাকবেন আরসি ভার্গব, আনিস শাহ, ঋতুপর্ণা চক্রবর্তী, নীলেশ শাহ, জয়েন মেহতা
সুষমা কৌশিক, সঞ্জয় আগরওয়াল, দীপিন্দর গোয়েল, গজল আলগ, অমিতাভ কান্ত।

বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

পশ্চিমের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার তেল আমদানি চালিয়ে যাওয়ার যে কৌশলগত সিদ্ধান্ত ভারত নিয়েছে, তাতে টালমাটাল পরিস্থিতিতেও তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। মুদ্রাস্ফীতিও এড়ানো সম্ভব হয়েছে। TV9-এর সম্মেলনে এ বিষয়ে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Next Article