খেলো ইন্ডিয়ার হাত ধরে কীভাবে ক্রীড়াজগতে সুপার পাওয়ার হয়ে উঠছে ভারত, WITT-তে ব্যাখ্যা দেবেন ক্রীড়ামন্ত্রী

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 22, 2024 | 12:23 PM

What India Thinks Today: কীভাবে মোদী সরকার 'খেলো ইন্ডিয়া' শুরু করেছিল এবং তারপর থেকে কীভাবে দেশের যুব প্রজন্ম এই উদ্যোগের সুফল পাচ্ছেন, তা নিয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। দেশের ক্রীড়া ক্ষেত্র নিয়ে সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী। 

খেলো ইন্ডিয়ার হাত ধরে কীভাবে ক্রীড়াজগতে সুপার পাওয়ার হয়ে উঠছে ভারত, WITT-তে ব্যাখ্যা দেবেন ক্রীড়ামন্ত্রী
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি:  রাজধানীতে বসতে চলেছে বিশ্ব সম্মেলনের আসর। দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” সম্মেলনের। প্রথম সংস্করণের বিপুল সাফল্যের পর দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও দেশের নেতা-মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

শুধু শিল্প, বাণিজ্য, সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্টজনেরাই নন, দেশের বিভিন্ন নামকরা ক্রীড়া ব্যক্তিত্বরাও সামিল হবেন এই কনক্লেভে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও অংশ নেবেন এই অনুষ্ঠানে।

খেলো ইন্ডিয়া থেকে শক্তিশালী হচ্ছে ভারত:

দেশের ক্রীড়া ক্ষেত্রের অগ্রগতি নিয়ে “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” সম্মেলনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এক সময়ে প্রথম সারির ক্রিকেটার ছিলেন অনুরাগ ঠাকুর। পরে বিসিসিআই-র সভাপতিও হন তিনি। বর্তমানে ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। নতুন প্রতিভাদের চিহ্নিত করা ও তাদের প্রতিভা প্রদর্শনের জন্য বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করেছে ক্রীড়া মন্ত্রক। বিশেষ করে খেলো ইন্ডিয়া গেমসের মাধ্যমে নয়া উচ্চতায় পৌঁছেছে ভারতীয় ক্রীড়া ক্ষেত্র।

কীভাবে মোদী সরকার ‘খেলো ইন্ডিয়া’ শুরু করেছিল এবং তারপর থেকে কীভাবে দেশের যুব প্রজন্ম এই উদ্যোগের সুফল পাচ্ছেন, তা নিয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। দেশের ক্রীড়া ক্ষেত্র নিয়ে সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী।

যে বিশিষ্ট ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন এই সম্মেলনে-

সূর্যকুমার যাদব: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা সূর্যকুমার যাদব। বিস্ফোরক ব্যাটিং দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে  এক নম্বর স্থান দখল করেছেন তিনি। এক বছরেরও বেশি সময় ধরে এই ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। টিম ইন্ডিয়ার অধিনায়কত্বও করেছেন তিনি।

হারমিলান বেইনস: ভারতের তরুণ অ্যাথলিট হারমিলন বেইনস গত বছর এশিয়ান গেমসে ৮০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতে ছিলেন। এছাড়া ১৫০০ মিটারের দৌড়েও  জাতীয় রেকর্ডও রয়েছে তাঁর।

পুল্লেলা গোপীচাঁদ: প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন তারকা এবং বিখ্যাত কোচ পুল্লেলা গোপীচাঁদ ভারতকে একাধিক ব্যাডমিন্টন তারকা দিয়েছেন। সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু তাঁর শিষ্য, অলিম্পিকে ভারতের হয়ে পদক জিতে এনেছেন তাঁরা। এখনও একই উদ্যমে দেশকে নতুন নতুন ব্যাডমিন্টন তারকা উপহার দিচ্ছেন তিনি।

আমির হুসেন: জম্মু ও কাশ্মীর প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমির হুসেন লোন। তাঁর ব্যাটিংয়ের অনন্য শৈলীর কারণে তিনি কেবল আলোচনার কেন্দ্রবিন্দুই হয়ে ওঠেননি, একইসঙ্গে বাকি খেলোয়াড়দের অনুপ্রাণিতও করছেন। তাঁর ঘাড়ে ব্যাট ধরে শট মারার ভিডিয়ো সম্প্রতিই ভাইরাল হয়েছে।

Next Article