Mahua Moitra: পরপর নোটিস পেয়েই ED-র বিরুদ্ধে আদালতে মহুয়া

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 22, 2024 | 12:19 PM

Mahua Moitra: কিছুদিন আগেই আরও এক বিতর্কে নাম জড়ায় মহুয়া মৈত্রের। মূল্যবান উপহারের বিনিময়ে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কথায় লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে নেত্রীর বিরুদ্ধে। এবার আরও এক নতুন বিতর্কে নাম জড়িয়েছে মহুয়ার। ইডি ও সিবিআই উভয় সংস্থাই তদন্ত করছে।

Mahua Moitra: পরপর নোটিস পেয়েই ED-র বিরুদ্ধে আদালতে মহুয়া
মহুয়াকে নোটিস দিয়েছে ইডি
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: পরপর দুটি নোটিস পাওয়ার পর ইডি-র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। বিদেশে আর্থিক বেনিয়মের মামলায় নাম জড়িয়েছে তৃণমূল নেত্রীর। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইন লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে এই খবর। সেই ইস্যুতে এবার ইডির বিরুদ্ধে মামলা করেছেন নেত্রী। তাঁর দাবি, তদন্ত শুরুর আগেই কেন একাধিক অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা। দিল্লি হাইকোর্টে বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের এজলাসে শুনানি রয়েছে বৃহস্পতিবার।

গত ১৯ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। হাজিরা না দিয়ে মহুয়া মৈত্র এক সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন ইডি-র কাছে। সেই এক সপ্তাহ পেরনোর আগে ফের চিঠি দেওয়া হয়েছে তাঁকে। গত সোমবার রাতেই ফের মহুয়াকে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছেবন তিনি। শুধুমাত্র ইডি নয়, এই অভিযোগে মহুয়ার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই-ও।

কিছুদিন আগেই আরও এক বিতর্কে নাম জড়ায় মহুয়া মৈত্রের। মূল্যবান উপহারের বিনিময়ে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কথায় লোকসভায় প্রশ্ন করার অভিযোগ ওঠে নেত্রীর বিরুদ্ধে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সেই অভিযোগ সামনে আনেন। পরে ওই ইস্যু খতিয়ে দেখে এথিক্স কমিটি। কমিটির রিপোর্ট জমা পড়ে স্পিকারের কাছে। পরে কমিটির পরামর্শ অনুযায়ী, মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়।

Next Article