Siachin Glacier: সিয়াচেন হিমবাহে অগ্নিকাণ্ডে সেনা আধিকারিকের মৃত্যু, জখম ৩

Fire Incident: বিগত ৩৭ বছরে সিয়াচেন হিমবাহে ৮০০-র বেশি জওয়ানের মৃত্যু হয়েছে। নুব্রা নদীর তীরেই একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভে ভারতীয় জওয়ানদের নাম রয়েছে, যাঁরা এই হিমবাহে প্রাণ দিয়েছেন।

Siachin Glacier: সিয়াচেন হিমবাহে অগ্নিকাণ্ডে সেনা আধিকারিকের মৃত্যু, জখম ৩
সিয়াচেনে অগ্নিকাণ্ডে মৃত সেনা অফিসার অংশুমান সিং।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 10:02 PM

সিয়াচেন: দেশের নিরাপত্তার স্বার্থে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই সিয়াচেনে (Siachin Glacier) মোতায়েন থাকেন সেনা-জওয়ানেরা। বিশ্বের দীর্ঘতম হিমবাহগুলির মধ্যে অন্যতম উত্তর কাশ্মীরে (North Kashmir) অবস্থিত এই হিমবাহ। সেই সিয়াচেনে বুধবার কাকভোরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এক অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যু হল এক সেনা আধিকারিকের (Army Officer)। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জওয়ান। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে ভর্তি।

সেনা সূত্রে খবর, এদিন ভোর সাড়ে ৩টে নাগাদ সিয়াচেন হিমবাহে এক অগ্নিকাণ্ড ঘটে। সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অংশুমান সিং নামক এক সেনা আধিকারিকের এবং গুরুতর জখম হয়েছেন ৩ জওয়ান। তাঁদের নিরাপদে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়েছিল এবং অল্প-বিস্তর আহত হয়েছেন। তবে সামগ্রিকভাবে অবস্থা স্থিতিশীল বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সিয়াচেনে তাপমাত্রা থাকে সাধারণত মাইনাস ২০ ডিগ্রি থেকে মাইনাস ৪০-৫০ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকভাবেই সিয়াচেনের ওই কনকনে ঠান্ডার সঙ্গে মোকাবিলা করে জওয়ানদের দিন-রাত পাহাড়া দেওয়ার ঘটনা সাধারণ ব্যাপার নয়। প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার পাশাপাশি খারাপ আবহাওয়ার জন্যও বহু জওয়ানের মৃত্যু হয় সিয়াচেনে। বিগত ৩৭ বছরে এই হিমবাহে ৮০০-র বেশি জওয়ানের মৃত্যু হয়েছে। নুব্রা নদীর তীরেই একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভে ভারতীয় জওয়ানদের নাম রয়েছে, যাঁরা এই হিমবাহে প্রাণ দিয়েছেন। তবে অগ্নিকাণ্ডে সেনার প্রাণ যাওয়ার ঘটনা সাধারণত বিরল। কীভাবে অগ্নিকাণ্ডটি ঘটল, সে ব্যাপারে সেনাবাহিনীর তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।