ভিডিয়ো: বাজির দোকানে ভয়াবহ কাণ্ড, প্রাণ গেল ৫ জনের! দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 27, 2021 | 6:42 PM

Tamilnadu, Fire Accident, সূত্র মারফত খবর, আহত ৮ জনকে কাল্লাকুচিরির সরকারি হাসপাতালে (government hospital in Kallakurichi) ভর্তি করা হয়েছে। আগুনে পুড়ে গিয়ে তাদের আঘাত লেগেছে।

ভিডিয়ো: বাজির দোকানে ভয়াবহ কাণ্ড, প্রাণ গেল ৫ জনের! দেখুন ভিডিয়ো
প্রতীকী চিত্র

Follow Us

ভিল্লুপুরম: তামিলনাড়ুতে (Tamilnadu) ঘটল এক ভয়াবহ ঘটনা। কাল্লাকুচিরি (Kallakurichi) জেলার শঙ্করাপূরমে (Sankarapuram) এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন। মঙ্গলবার, সেখানকার এক মুদি দোকানে বাজি হঠাৎ আগুন লেগে যায়। ওই মুদি দোকানেও বাজি বিক্রি হচ্ছিল। ফলে আগুন লেগে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পাঁচ জনের মারা যাওয়ার পাশাপাশি আট জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে ৪ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছেন। নিহতরা হলেন, কালিদ (২৩), শাহ আলম (২৪), শেখ বশির (৭২) এবং আইয়াসামি (৬৫)। পঞ্চমজনকে এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে।

সূত্র মারফত খবর, আহত ৮ জনকে কাল্লাকুচিরির সরকারি হাসপাতালে (government hospital in Kallakurichi) ভর্তি করা হয়েছে। আগুনে পুড়ে গিয়ে তাদের আঘাত লেগেছে। যে বাড়িটিতে মুদি দোকানটি ছিল সেখানে অনেকক্ষণ ধরে উদ্ধারকাজ চালিয়েছে পুলিশ। পুলিশের সন্দেহ, বিদ্যুতের খুঁটির আগুনের ফুলকি থেকই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। ঘটনার কারণ খুঁজতে তদন্ত করছে তারা।

আরও পড়ুন দেশের বেশকিছু শহরে ১২০ টাকা লিটারের দোড়গোড়ায় পেট্রোল, ডিজেলও পেরিয়েছে সেঞ্চুরি

আরও পড়ুন পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষ, মৃত অন্তত ১১, জখম আরও বেশি

আরও পড়ুন এবার প্যাঁচে পড়লেন এনসিবি কর্তাই, সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ আরও এক সাক্ষীর

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, কাল্লাকুচিরি রোডের ওপর অবস্থিত ওই মুদি দোকানে উৎসবের মরশুমে বাজি (Fire crackers) বিক্রি করা হচ্ছিল। বেশ কয়েকদিন ধরেই ওই দোকানে বাজি ক্রয় বিক্রয় চালু হয়েছিল। বাড়িটির দ্বিতীয় তলায় বিক্রির জন্য অনেক বাজি মজুত করা ছিল। আগুন লেগে যাওয়ার পরে মজুত রাখা বাজিতে আগুন ছড়িয়ে পরে পর পর বিস্ফোরণ শুরু হয়ে যায়। দ্রুত সমগ্র বাড়িটিকে গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা। শঙ্করাপূরম ও কাল্লাকুচিরি থেকে দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ দু’ঘন্টা ধরে চেষ্টা করা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (Chief Minister MK Stalin) এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদেরকেও ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সরকারের তরফে পূর্ত দফতরের মন্ত্রী ই ভি ভেলু (PWD Minister EV Velu) ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর আহতদের দেখতে তিনি হাসপাতালেও গিয়েছিলেন।

দেখে নিন ঘটনার ভিডিয়ো

Next Article