Fire in Howrah Jan Shatabdi Video: হাওড়াগামী জনশতাব্দীতে আগুন, ধোঁয়ায় ঢাকল ট্রেন, আতঙ্কে হুড়মুড়িয়ে নামলেন যাত্রীরা

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Dec 07, 2023 | 12:12 PM

Howrah Jan Shatabdi: কামরার ভিতরে কোনও আগুন লাগেনি, যে আগুন ও ধোঁয়া দেখা গিয়েছিল, তা পুরোটাই কামরার বাইরের দিকে নীচের অংশে। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার ঘটনায় হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস বেশ কিছুক্ষণ কটক স্টেশনে দাঁড়িয়ে ছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

Fire in Howrah Jan Shatabdi Video: হাওড়াগামী জনশতাব্দীতে আগুন, ধোঁয়ায় ঢাকল ট্রেন, আতঙ্কে হুড়মুড়িয়ে নামলেন যাত্রীরা
ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কটক: ফের হাওড়াগামী দূরপাল্লার ট্রেনে আগুন। বৃহস্পতিবার ভোর বেলা ভুবনেশ্বর থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুবনেশ্বর থেকে হাওড়াগামী ট্রেনটি কটকের কাছাকাছি পৌঁছতেই একটি কামরার ব্রেক শু থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপরই আগুন ধরার বিষয়টি নজরে আসে। কামরার নীচের দিকে থেকে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হয় কটক স্টেশনে। সব যাত্রীদের বাইরে বের করে আনা হয়। যদিও কামরার ভিতরে কোনও আগুন লাগেনি, যে আগুন ও ধোঁয়া দেখা গিয়েছিল, তা পুরোটাই কামরার বাইরের দিকে নীচের অংশে। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার ঘটনায় হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস বেশ কিছুক্ষণ কটক স্টেশনে দাঁড়িয়ে ছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

হাওড়াগামী দূরপাল্লার ট্রেনে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও, সাত সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মনে। সকাল বেলা ঘুমচোখে যাত্রীদের মধ্যে ছুটোছুটি শুরু হয়ে যায়। ইস্ট কোস্ট রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রেক বাইন্ডিং-এর জন্য (চাকা থেকে ব্রেক না ছাড়ার জন্য) ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ভোর সাড়ে ৬টা নাগাদ কটক স্টেশনে থামানো হয়। ব্রেক ঠিকঠাক করার পর সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনটি আবার রওনা দেয় কটক থেকে।

ঘটনার পর কটকের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট এস কে মালিক স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিঘ্ন ঘটেছে এবং কোনও যাত্রী আহত হননি। সমস্যার জন্য কটক থেকে কিছুটা দেরিতে ট্রেনটি রওনা দেয়।

 

Next Article