ধানবাদ: ঝাড়খণ্ডের (Jharkhand) একটি বেসরকারি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অন্ততপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন দু’জন ডাক্তারও। আগুন থেকে ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই দুই ডাক্তারের বাড়ির পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাটে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত সেই বেসরকারি নার্সিং হোম। রাঁচি থেকে দূরত্ব প্রায় ১৭০ কিলোমিটার। গতকাল রাত ২ টো নাগাদ ধানবাদের ব্যাঙ্ক মোড় এলাকায় হঠাৎই নার্সিং হোমের গুদাম ঘরে আগুন লাগে। তারপর ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে ততক্ষণে কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। সূত্রের খবর, অগ্নিকাণ্ডের মুহূর্তে নার্সিং হোমে ১৫ জন মতো ছিলেন।
এই অগ্নিকাণ্ডে খোদ নার্সিং হোমের মালিক ডাঃ বিকাশ হাজরা ও তাঁর স্ত্রী ডাঃ প্রেমা হাজরার মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন নার্সিং হোমের মালিকের ভাগ্নে সোহান খামারি ও তাঁদের পরিচারিকা তারা দেবীরও। ধানবাদের সাব-ডিভিশনাল ম্য়াজিস্ট্রেট (SDM) প্রেম কুমার তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “স্টোর রুমে আগুন লাগার পর শ্বাস বন্ধ হয়ে নার্সিং হোমের মালিক ও তাঁর স্ত্রী মারা গিয়েছেন। একজন জখমও হয়েছেন। তবে আগুন লাগার কারণ সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত জারি রয়েছে।”
পরে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাটের নকুন্ডা গ্রামে বাড়ি দুই ডাক্তারের। তাঁদের পরিচারিকা তারা দেবী সেই গ্রামের বলেই জানা যাচ্ছে। কয়েকমাস আগেই গ্রামের স্কুলের একটি অনুষ্ঠানে এই চিকিৎসক বিকাশ হাজরা বাড়িতে এসেছিলেন। তবে জন্ম সূত্রে গোঘাটের নকুন্ডা গ্রামেই ছিল তাঁর জন্মভূমি। কিন্তু কর্মসূত্রে তিনি দীর্ঘদিন ধরেই ধানবাদেই থাকতেন। আর সেখানেই অগ্নিকাণ্ডে দম বন্ধ হয়ে মারা গেলেন চিকিৎসক দম্পতি।