Train Fire: নাসিকের কাছে ভয়াবহ আগুন শালিমার-লোকমাণ্যতিলক এক্সপ্রেসে, আতঙ্কিত যাত্রীরা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 05, 2022 | 12:34 PM

Train Fire: নাসিকের কাছেই নাসিক রোড রেলওয়ে স্টেশনে হঠাৎ ট্রেনের একটি কামরায় আগুন লাগে।

Follow Us

নাসিক: কালো ধোঁয়ায় ভরা স্টেশন, জানালা থেকে দাউদাউ করে বের হচ্ছে আগুন। ভয়াবহ আগুন শালিমার-লোকমাণ্যতিলক এক্সপ্রেসে। শনিবার সকালেই নাসিক রোড রেলওয়ে স্টেশনের কাছে আগুন লাগে একটি ট্রেনে। ১৮০৩০ শালিমার -লোকমাণ্যতিলক ট্রেনটি হাওড়া থেকে মুম্বই যাচ্ছিল। নাসিকের কাছে আচমকাই ট্রেনের একটি কামরায় আগুন লাগে। বর্তমানে দমকলবাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। এখনও অবধি কোনও  হতাহতের খবর মেলেনি।

জানা গিয়েছে, হাওড়ার শালিমার থেকে মুম্বইগামী ট্রেনে আগুন লেগেছে। মুম্বইয়ের লোকমাণ্যতিলক স্টেশনের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। নাসিকের কাছেই নাসিক রোড রেলওয়ে স্টেশনে হঠাৎ ট্রেনের একটি কামরায় আগুন লাগে। জানা গিয়েছে, ট্রেনের পার্সেল ভ্যানে আগুন লেগেছে। ওই কামরায় কোনও যাত্রী না থাকায়, হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে দমকলবাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। কী কারণে বা কোথা থেকে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

এদিকে, আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। স্টেশনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাদা ধোঁয়ায় ভরে যায় স্টেশন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান।

মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি এম সুতার জানান, শালিমার-লোকমাণ্যতিলক ট্রেনে আগুন লেগেছে। ইঞ্জিনের ঠিক পিছনেই যে পার্সেল ভ্যান থাকে, তাতে আগুন লেগেছে। বর্তমানে ট্রেন থেকে ওই কামরাটিকে আলাদা করা হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে আগুন। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

নাসিক: কালো ধোঁয়ায় ভরা স্টেশন, জানালা থেকে দাউদাউ করে বের হচ্ছে আগুন। ভয়াবহ আগুন শালিমার-লোকমাণ্যতিলক এক্সপ্রেসে। শনিবার সকালেই নাসিক রোড রেলওয়ে স্টেশনের কাছে আগুন লাগে একটি ট্রেনে। ১৮০৩০ শালিমার -লোকমাণ্যতিলক ট্রেনটি হাওড়া থেকে মুম্বই যাচ্ছিল। নাসিকের কাছে আচমকাই ট্রেনের একটি কামরায় আগুন লাগে। বর্তমানে দমকলবাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। এখনও অবধি কোনও  হতাহতের খবর মেলেনি।

জানা গিয়েছে, হাওড়ার শালিমার থেকে মুম্বইগামী ট্রেনে আগুন লেগেছে। মুম্বইয়ের লোকমাণ্যতিলক স্টেশনের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। নাসিকের কাছেই নাসিক রোড রেলওয়ে স্টেশনে হঠাৎ ট্রেনের একটি কামরায় আগুন লাগে। জানা গিয়েছে, ট্রেনের পার্সেল ভ্যানে আগুন লেগেছে। ওই কামরায় কোনও যাত্রী না থাকায়, হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে দমকলবাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। কী কারণে বা কোথা থেকে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

এদিকে, আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। স্টেশনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাদা ধোঁয়ায় ভরে যায় স্টেশন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান।

মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি এম সুতার জানান, শালিমার-লোকমাণ্যতিলক ট্রেনে আগুন লেগেছে। ইঞ্জিনের ঠিক পিছনেই যে পার্সেল ভ্যান থাকে, তাতে আগুন লেগেছে। বর্তমানে ট্রেন থেকে ওই কামরাটিকে আলাদা করা হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে আগুন। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Next Article