নয়া দিল্লি: ভর সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির ব্যস্ততম সদর বাজার এলাকা। বেশ কয়েকটি দোকানে আগুনও লেগে গিয়েছে। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় ২ জন গুরুতর জখম হয়ছেন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। ঠিক কী থেকে বিস্ফোরণটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে দমকলবাহিনীর অনুমান। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ দিল্লির ব্যস্ততম সদর বাজারের গাড়ি পার্কিং এলাকায় একটি জোরাল বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের জেরে পাইকারি মার্কেটের খেলনার দোকান সহ বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। দোকানের ২ কর্মী অগ্নিদগ্ধও হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে।
অন্যতম বড় পাইকারি বাজার হল দিল্লির সদর বাজার। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এই মার্কেটে আসেন। ফলে প্রায় সবসময়ই সদর বাজার এলাকায় লোকজনের ভিড় লেগে থাকে। ভর সন্ধ্যায় হঠাৎ করেই এই মার্কেটে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সিসিটিভি ফুটেজের একটি ক্লিপিংসে দেখা যাচ্ছে, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ সদর বাজারের গাড়ি পার্কিং এলাকার কাছ থেকে ধোঁয়া বেরোচ্ছে। লোকজন দৌড়াদৌড়ি শুরু করেছেন। ওই গাড়ি পার্কিং এলাকার কাছে কতকগুলি খেলনা ও কাপড়ের দোকান ছিল। বিস্ফোরণের জেরে ওই দোকানগুলির জিনিসপত্রে আগুন ধরে যায়।
সদর বাজারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পেয়েই পুলিশ ও দমকল বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিভিয়ে ধ্বংসস্তূপের নীচে থেকে একজনকে উদ্ধার করা করে দমকল বাহিনী। তিনি একটি দোকানের কর্মী ছিলেন এবং গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অনেকগুলি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কী থেকে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।