Viral: ‘প্রাণীরাও খেতে পারবে না’, মেসের খাবারের মান নিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুলিশ কনস্টেবল

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 11, 2022 | 6:23 PM

Uttar Pradesh: ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর হাতে থাকা থালায় রয়েছে বেশ কয়েকটি রুটি, ভাত এবং বাটিতে রয়েছে ডাল। সেই খাবারের মান নিয়েই অভিযোগ করেছেন ওই পুলিশকর্মী।

Viral: ‘প্রাণীরাও খেতে পারবে না’, মেসের খাবারের মান নিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুলিশ কনস্টেবল
খাবার হাতে কাঁদছেন কনস্টেবল

Follow Us

ফিরোজাবাদ: পুলিশ মেসে তৈরি করা খাবার নিয়ে তিনি রাস্তার পথচারীদের দেখাচ্ছেন পুলিশের এক কনস্টেবল। তাঁর চোখ দিয়ে জল ঝরছে। কেঁদে কেঁদে তিনি বলছেন, “দেখুন আমাদের কেমন খাবার দেওয়া হয়। এই খাবার খাওয়া সম্ভব?” তা দেখে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। প্রচুর মানুষ সেই ঘটনার ভিডিয়োও করেন। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ফিরোজাবাদে।

জানা গিয়েছে, উত্তর প্রদেশ পুলিশের ওই কনস্টেবলের নাম মনোজ কুমার। ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর হাতে থাকা থালায় রয়েছে বেশ কয়েকটি রুটি, ভাত এবং বাটিতে রয়েছে ডাল। সেই খাবারের মান নিয়েই অভিযোগ করেছেন ওই পুলিশকর্মী। তাঁর অভিযোগ, এই সব খাবার খুবই নিম্নমানের। মনোজ বলছেন, “মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য সরকার পুলিশের খাবারের জন্য বিশেষ ভাতা দেয়। কিন্তু দীর্ঘক্ষণ ডিউটির পর এই খাবার পায় আমরা। পুলিশকে যদি ঠিক মতো খাবার না দেওয়া হয়, তাহলে তাঁরা ডিউটি কী ভাবে করবে?”

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মনোজ যখন খাবারের থালা নিয়ে রাস্তায় ঘুরছেন, তখন অপর এক পুলিশ কর্মী তাঁকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তিনি কিছুতেই যেতে রাজি হননি। এক কনস্টেবলের এ ভাবে প্রকাশ্যে খাবারের মান নিয়ে অভিযোগ পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানকার পুলিশ অফিসাররাও বেজায় অস্বস্তিতে পড়েছেন।

 

যদি ফিরোজাবাদ পুলিশ পরে বিষয়টি নিয়ে একটি টুইট করে। সেই টুইটে লেখা হয়েছে, “কনস্টেবল মনোজ কুমারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে বার বার। এর আগে ১৫ বার শাস্তি পেয়েছেন তিনি। এই ঘটনারও তদন্ত করা হচ্ছে।”

Next Article