পুতিনের দেশ থেকে স্পুটনিকের প্রথম কিস্তি এসে পৌঁছল ভারতে
দেশের একটা বড় অংশ জুড়ে চলা টিকার আকালের মাঝে রাশিয়ার ভ্যাসকিন এসে পড়ায় কিছুটা স্বস্তি পেয়েছে চিকিৎসক মহল।
হায়দরাবাদ: করোনা নিয়ে চরম উদ্বেগ ও মর্মান্তিক পরিস্থিতির মধ্যে সামান্য আশার আলো। করোনার বিরুদ্ধে যুদ্ধে শামিল হতে রাশিয়া থেকে বিশ্বের প্রথম কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি-র প্রথম কিস্তি এসে নামল ভারতে। শনিবার দুপুরে হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ভারতে ছাড়পত্র পাওয়া করোনার তৃতীয় ভ্যাকসিন।
শনিবার থেকে গোটা দেশের একাধিক রাজ্যে ১৮ উর্ধ্বদের টিকাকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও বেশ কয়েকটি রাজ্যে পর্যাপ্ত টিকার অভাবে তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু করা সম্ভব হয়নি। দেশের একটা বড় অংশ জুড়ে চলা টিকার আকালের মাঝে রাশিয়ার ভ্যাসকিন এসে পড়ায় কিছুটা স্বস্তি পেয়েছে চিকিৎসক মহল।
সূত্রের খবর, প্রথম কিস্তিতে মোট ১৫ লক্ষ ডোজ় টিকা পাঠিয়েছে রাশিয়া। চলতি মাসের শেষেই দ্বিতীয় কিস্তির মাধ্যমে আরও ৩০ লক্ষ ডোজ় চলে আসবে। এরপর সেগুলিকে পাঠিয়ে দেওয়া হবে ডা. রেড্ডির ল্যাবরেটরিতে। রাশিয়ান ভ্যাকসিন নির্মাতাদের সঙ্গে এই ভারতীয় সংস্থা গাঁটছড়া বেঁধেছে। স্পুটনিক ভি-র বন্টন শুরু আগে ভারতের ড্রাগ কন্ট্রোল বোর্ডের কাছে একে ব্যবহার করার অনুমতি চাইবে। ছাড়পত্র পেলেই তা পাঠিয়ে দেওয়া হবে রাজ্যে রাজ্যে।
ভারতে নিযুক্ত রাশিয়ার অ্যাম্বেসেডর নিকোলায় কুদাশেভ স্পুটনিক এসে পৌঁছনর বিষয়টি টুইটে জানান। সঙ্গে লেখেন, “খুব শীঘ্রই ভারতেও এই ভ্যাকসিন তৈরি শুরু হবে এবং বছরে ৮৫ কোটি ডোজ় উৎপাদন করা সম্ভব হবে।”
Looking forward to further expand our bilateral and multilateral cooperation with #India to stop the #COVID19 pandemic! https://t.co/xOFIWK41lV pic.twitter.com/OIeU8MBItb
— Nikolay Kudashev ?? (@NKudashev) May 1, 2021
রাশিয়ার গ্যামেলিয়া ইন্সটিটিউটে তৈরি হওয়া এই ভ্যাকসিনের দুটি ডোজ় ২১ দিনের ব্যবধানে দিতে হয়। এর কার্যকারিতার হার ৯১.৬ শতাংশ বলে দাবি করা হয়েছে গবেষণায়।