তিরুবনন্তপুরম : করোনার পাশাপাশি নতুন আতঙ্কের নাম মাঙ্কিপক্স। এতদিন যা শুধুমাত্র বিদেশেই ছিল তা সম্প্রতি বিদেশের সীমানা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল। আর মাঙ্কিপক্সের প্রথম আক্রান্তের ঘটনা এসেছিল কেরল থেকে। কোল্লামের বাসিন্দা ১৪ জুলাই প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত হন। পরপর দু’জনের দেহে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায়। এবং পরে মাঙ্কিপক্সে আক্রান্তের বিষয় নিশ্চিত করেন সেখানকার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। এবার তিনি নিজে মুখে কেরলের তথা ভারতের প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সুস্থতার খবর দিলেন।
শনিবার বীণা জর্জ জানিয়েছেন যে, ভারতের প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত কেরলের বাসিন্দা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেওয়ার পর থেকে তিনি তিকরুবনন্তপুরমের একটি সরকারি মেডিক্য়াল কলেজে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোল্লামের বাসিন্দাকে আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেছেন, ‘সব নমুনা দু’বার করে নেগেটিভ এসেছে। রোগী শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ। ত্বকের ফুসকুরিও পুরোপুরি নির্মূল হয়ে গিয়েছে। আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।’ এর পাশাপাশি আক্রান্ত ব্যক্তির পরিবার ও যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের নমুনাও পরীক্ষা করা হয়েছিল। কিন্তু সকলের ফলাফল নেগেটিভ এসেছে।
দেশে মাঙ্কিপক্সে সর্বপ্রথম কেরলের এই ব্যক্তি আক্রান্ত হন। সেই কারণে ন্য়াশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (NIV)-র নির্দেশ অনুসারে, ৭২ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছিল। আরও যে দু’জনের দেহে মাঙ্কিপক্সের হদিশ মিলেছিল তাঁরা এখন সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবুও নজরদারি ও প্রতিরোধ এখনও জারি রয়েছে। এদিকে হিমাচল প্রদেশেও একজনের মধ্যে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছে। গতকালই ওই ব্যক্তির নমুনা পরীক্ষার করার জন্য পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই জানা যাবে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত কিনা।