Sidhu Moosewala: পুলিশের জালে সিধু মুসেওয়ালার হত্যাকারী ‘শার্প শুটার’, বাকি ৭ অভিযুক্তের খোঁজে শুরু চিরুনি তল্লাশি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 10, 2022 | 11:44 AM

Sidhu Moosewala: পঞ্জাবী গায়কের উপরে যে আট জন শুটার গুলি চালিয়েছিল, তাদের মধ্যে এক জনকে ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে।

Sidhu Moosewala: পুলিশের জালে সিধু মুসেওয়ালার হত্যাকারী শার্প শুটার, বাকি ৭ অভিযুক্তের খোঁজে শুরু চিরুনি তল্লাশি
ফাইল ছবি (সৌজন্য - এএনআই)

Follow Us

চণ্ডীগঢ়: সিধু মুসেওয়ালা খুনের দ্রুত কিনারা করতে উঠে পড়ে লেগেছে পঞ্জাব পুলিশ। এদিন সকালেই পুলিশের তরফে জানানো হয়, পঞ্জাবী গায়কের উপরে যে আট জন শুটার গুলি চালিয়েছিল, তাদের মধ্যে এক জনকে ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে সিধু মুসেওয়ালা হত্য়াকাণ্ডে মোট নয় জনকে গ্রেফতার করা হল। একদিকে যেখানে সিধু মুসেওয়ালার হত্য়ার পরিকল্পনায় জড়িত গ্যাংস্টারের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল, সেখানেই এ দিন অভিযুক্ত আট শার্প শুটারের মধ্যে প্রথম জনকেও গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।

সূত্রের খবর, শুক্রবারই সন্দেহভাজন ওই শুটারকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। জানা গিয়েছে, গত ২৯ মে গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার উপরে যাঁরা গুলি চালিয়েছিল, তাঁদেরই একজন এই অভিযুক্ত।  ধৃতের নাম হরকমল রানু। তিনি  ভাতিন্দার বাসিন্দা বলেই জানা গিয়েছে।  তবে গোল্ডি ব্রার নাকি লরেন্স বিষ্ণোইয়ের অধীনে কাজ করতেন এই শুটার, তা এখনও জানা যায়নি।

এই নিয়ে সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে মোট নয় জনকে গ্রেফতার করা হল। এরমধ্যে আটজনই মুসেওয়ালার খুনের পরিকল্পনায় রেইকি ও অস্ত্র-শস্ত্র দিয়ে সাহায্য় করেছিলেন। যে আট জন শুটার সিধু মুসেওয়ালার উপরে গুলি চালিয়েছিল, তাদের মধ্যে চার জনের পরিচয় জানা গিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে, সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে মূল চক্রী হিসাবে লরেন্স বিষ্ণোইয়ের নাম উল্লেখ করা হয়েছে। তিহার জেলে বসেই লরেন্স গোটা হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল ওই গ্যাংস্টার। তাঁকে এই কাজে মদত দিয়েছিল কানাডানিবাসী গ্যাংস্টার গোল্ডি ব্রার। বৃহস্পতিবারই ইন্টারপোল গোল্ডি ব্রারের নামে রেড কর্নার নোটিস জারি করেছে।
Next Article