AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tesla in India: ভারতে প্রথম টেসলা কিনলেন এই মন্ত্রী, দাম শুনলে মাথা ঘুরে যাবে…

Tesla Price in India: মডেল ওয়াই-র ভারতে দাম ৫৯.৮৯ লক্ষ টাকা (এক্স শোরুম) এবং লং রেঞ্জের আরডব্লুডি-র দাম ৬৭.৮৯ লাখ টাকা।   যদি কেউ সম্পূর্ণ সেল্ফ ড্রাইভিং প্য়াকেজ নিতে চান, তাহলে অতিরিক্ত ৬ লক্ষ টাকা দিতে হবে।

Tesla in India: ভারতে প্রথম টেসলা কিনলেন এই মন্ত্রী, দাম শুনলে মাথা ঘুরে যাবে...
টেসলা মডেল ওয়াই।Image Credit: PTI
| Updated on: Sep 05, 2025 | 3:01 PM
Share

মুম্বই: ভারতে প্রথম টেসলা (Tesla)। দেশে প্রথম শোরুম খোলার এক মাস পর আজ, ৫ সেপ্টেম্বর প্রথম গাড়ির ডেলিভারি হল। ইলন মাস্কের (Elon Musk) সংস্থার তৈরি গাড়ি প্রথম কে কিনল জানেন? এক মন্ত্রী।

ভারতে লঞ্চ হয়েছে টেসলার মডেল ওয়াই (Model Y)। মুম্বইয়ে টেসলার প্রথম শোরুম খুলেছে। এবার দেশে প্রথম টেসলা এল মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রদীপ শরনায়কের ঘরে। তিনি মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার থেকে সাদা রঙের মডেল ওয়াই গাড়িটি বুক করেছিলেন। এ দিন সেই গাড়ির ডেলিভারি হয়।

টেসলার গাড়ি হাতে পেয়ে পরিবহন মন্ত্রী বলেন, “ভারতে প্রথম টেসলা হাতে পেয়ে আমি খুব খুশি। এটা আমার কাছে গর্বের বিষয়। কোনও ডিসকাউন্ট পায়নি এই গাড়িতে, সম্পূর্ণ পেমেন্ট করেই গাড়ি কিনেছি। এই গাড়ি নিয়ে আমি আমার নাতিকে স্কুলে ছাড়তে যাব, যাতে আরও মানুষ এই গাড়ি দেখেন, ইলেকট্রিক গাড়ি সম্পর্কে জানেন এবং সেই গাড়ি কেনেন।”

গাড়িটি টেসলার সাধারণ মডেল নাকি লং রেঞ্জের, তা এখনও জানা যায়নি। মডেল ওয়াই-র ভারতে দাম ৫৯.৮৯ লক্ষ টাকা (এক্স শোরুম) এবং লং রেঞ্জের আরডব্লুডি-র দাম ৬৭.৮৯ লাখ টাকা।   যদি কেউ সম্পূর্ণ সেল্ফ ড্রাইভিং প্য়াকেজ নিতে চান, তাহলে অতিরিক্ত ৬ লক্ষ টাকা দিতে হবে।

এখনও পর্যন্ত ভারতে টেসলার ৬০০টি গাড়ি বুকিং হয়েছে, যা মোটেও আশাতীত নয়। টেসলার পরিকল্পনা, প্রতি বছর ৩৫০ থেকে ৫০০টি গাড়ি রফতানি করা। চলতি সেপ্টেম্বর মাসের প্রথমার্ধেই সাংহাই থেকে টেসলার গাড়ি ভারতে আসবে।

ভারতে মোট গাড়ির বাজারের মাত্র ৫ শতাংশ ইভি। তবে এই গাড়ির বিক্রি হু হু করে হয়েছে। ইভি গাড়ি বিক্রি ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ১৫ হাজার ৫০০ ইউনিট বিক্রি হয়েছে।

টেসলার গাড়ি কেনার জন্য টেসলার অফিসিয়াল পোর্টাল থেকে বা মুম্বই, দিল্লি ও গুরুগ্রামের শোরুম থেকে বুক করা যাবে।