অরুণাচল প্রদেশ : গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি চলছে অরুণাচল প্রদেশে। পাহাড়ে কার্যত বন্যার ছবি। জলে ভাসছে পাহাড়ি পথ। তবে শুক্রবার হড়পা বানে যে ভাবে একটি গাড়িকে ভেসে যেতে দেখা গেল, তা ভয়ঙ্কর। অরুণাচল প্রদেশের সুবানসিরি জেলার ঘটনা। এএনআই-তে প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে সেই দৃশ্য।
#WATCH | Arunachal Pradesh: A Scorpio car washed away due to flash floods at Chiputa village in Lower Subansiri district (23.09) pic.twitter.com/9FMGMyUOuR
— ANI (@ANI) September 24, 2022
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, স্করপিও গাড়িটির দরজাগুলি খোলা। আশপাশে তিনজনকে দেখা যাচ্ছেন, যাঁরা হাঁটুজলে দাঁড়িয়ে আছেন। জলের ধাক্কায় গাড়ি ক্রমশ খাদের দিকে সরে যাচ্ছে। আর তারপর সোজা নেমে যাচ্ছে খাদে। অরুণাচলের চিপুটা গ্রামে যে হড়বা বান হয়, তার জেরেই ওই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
তবে বৃষ্টি এখনই নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফ থেকে। ২৫ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার যে আরও বৃষ্টি হবে, তেমন পূর্বাভাসই দেওয়া হয়েছে। তবে শুধু অরুণাচলই নয়, বেশ কয়েকটি রাজ্যে একই পরিস্থিতি। দিল্লিতেও বৃষ্টির জেরে জল জমে গিয়েছে। কোথাও কোথাও গাছও পড়ে গিয়েছে।
গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে উত্তরাখণ্ডেও। আবহাওয়া খারাপ থাকার কারণে সতর্কবার্তা জারি করা হয়েছে সে রাজ্যে। শুক্রবারই ধস নামে সেখানে। অন্তত ৪০ জন পর্যটক আটকে রয়েছেন। জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় তাওয়াঘাট এলাকার কাছে আটকে রয়েছেন তাঁরা। মৌসম ভবনের তরফে আবহাওয়াবিদ আর কে জেনামানি জানিয়েছেন রবিবার পর্যন্ত উত্তরাখণ্ডে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
তবে দিল্লিতে রবিবার থেকে বৃষ্টি কমবে বলে জানা গিয়েছে। ২৭ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে একেবারে বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার কথা। গুরগাও-দিল্লি এক্সপ্রেসওয়েতে প্রায় এক কোমর জল জমে থাকতে দেখা যাচ্ছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।