প্রয়াগরাজ: সেজে উঠেছে গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণী মহাসঙ্গম। ১২টি পূর্ণ কুম্ভ পেরিয়ে ১৪৪ বছর পর ফিরেছে মহাকুম্ভ। ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা। ত্রিবেণী মহাসঙ্গমে এখন পুণ্যস্নানের হিড়িক। চলতি মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে এই কুম্ভ মেলা। চলবে আগামী মাসের ২৬ তারিখ পর্যন্ত।
কুম্ভ শুরুর প্রথম দিন থেকেই ভিড় জমিয়েছে কোটি কোটি পুণ্যার্থী। প্রয়াগরাজের প্রশাসন সূত্রে খবর, প্রথম দিনেই মহাকুম্ভে পুণ্যস্নান করতে হাজির হয়েছিল ১ কোটিরও অধিক পুণ্যার্থী। এক মাস ব্যাপী এই উৎসবে প্রায় ৪০ থেকে ৫০ কোটি পুণ্যার্থীদের অংশগ্রহণ দেখা যাবে বলেই অনুমান প্রশাসনের। আর পুণ্যার্থীদের এই আগমন ঘিরে পারদের মতো চড়ছে বিমানের ভাড়া। বেঙ্গালুরু থেকে কলকাতা, দেশের প্রতিটি বিমানবন্দরেই প্রয়াগরাজের জন্য নির্দিষ্ট বিমানের ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আর চাহিদা মেটাতে গিয়েই চড়চড়িয়ে বাড়ছে ভাড়া।
প্রয়াগরাজের থেকে সিঙ্গাপুর যাওয়া এখন অনেকটাই সাশ্রয়ী
মহাকুম্ভ ঘিরে দাম বেড়েছে বিমানের টিকিটের। দিল্লি থেকে প্রয়াগরাজগামী বিমানের টিকিটের দাম বেড়েছে ২১ শতাংশ। মুম্বই থেকে টিকিটের দর চড়েছে ১৩ শতাংশ। আর বেঙ্গালুরু থেকে প্রয়াগরাজগামী টিকিটের দাম চড়েছে ৪১ শতাংশ।
অন্যদিকে, ভোপাল থেকে প্রয়াগরাজগামী টিকিটের দর তো এখন আকাশছোঁয়া। ৪৯৮ শতাংশ দাম বেড়েছে সেই বিমানের টিকিটের। আগে ভোপাল থেকে প্রয়াগরাজ যেতে খরচ পড়ত গড়ে তিন হাজার টাকা। কিন্তু কুম্ভ ঘিরে পারদের মতো চড়েছে দাম। ভোপাল থেকে প্রয়াগরাজ যেতে বিমানের খরচ পড়ছে প্রায় ১৮ হাজার টাকা।
কলকাতার কী হাল?
জানা যাচ্ছে, কলকাতা থেকে প্রয়াগরাজ যাওয়ার থেকে সিঙ্গাপুর যাওয়া অনেক সাশ্রয়ী। টিকিট বুকিং সংস্থা মেক মাই ট্রিপ অনুযায়ী, ১৭ জানুয়ারি কলকাতা থেকে বিমানে চেপে একজন ব্যক্তির প্রয়াগরাজ যেতে খরচ পড়বে প্রায় ১৬ হাজার টাকা। এবং যতদিন পেরবে, এই ভাড়া ততই বাড়বে বলে জানা গিয়েছে সেই বুকিং সংস্থা সূত্রে। আগামী ২০ জানুয়ারি কলকাতা থেকে প্রয়াগরাজের বিমানের টিকিটের ভাড়া ছুঁয়ে যাবে ২০ হাজার টাকার গন্ডি।
কিন্তু সিঙ্গাপুর যেতে কত খরচ হবে? জানা যাচ্ছে মাত্র ১২ হাজার টাকা খরচ করলেই কলকাতা থেকে সরাসরি এক বেলায় পৌঁছে যাওয়া যাবে সিঙ্গাপুর।