প্ল্যান ছিল ফার্স্ট লোকাল ধরে পালানোর, একটা ভুলেই ধরা পড়ল সইফের হামলাকারী

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 17, 2025 | 12:00 PM

Saif Ali Khan: জানা গিয়েছে, বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা করেছিল হামলাকারী। কিন্তু পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলে। ইতিমধ্যেই থানায় আনা হয়েছে হামলাকারীকে। 

প্ল্যান ছিল ফার্স্ট লোকাল ধরে পালানোর, একটা ভুলেই ধরা পড়ল সইফের হামলাকারী
ধরা পড়ল সইফের উপরে হামলাকারী।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: অবশেষে ধরা পড়ল সইফের উপরে হামলাকারী। মুম্বই পুলিশের হাতে ধরা পড়েছে আততায়ী। জানা গিয়েছে, বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা করেছিল হামলাকারী। কিন্তু পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলে। ইতিমধ্যেই বান্দ্রা থানায় আনা হয়েছে হামলাকারীকে।

বুধবার রাতে নিজের বাড়িতেই ছুরিকাহত হন বলিউড অভিনেতা সইফ আলি খান। ছয়বার ছুরির কোপ মারা হয় তাঁকে। গুরুতর জখম হন সইফ। হাতে, ঘাড়ে, পিঠে গভীর ক্ষত তৈরি হয়। রাতেই রক্তাক্ত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল রয়েছেন সইফ।

এদিকে, সইফের উপরে হামলার পরই পিছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যায় হামলাকারী। সিসিটিভি ফুটেজে দেখা যায় তাঁকে। ওই ছবি দেখেই হামলাকারীকে চিহ্নিত করা হয় এবং তার খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে এ দিন ভোরে বান্দ্রা রেল স্টেশনের কাছে দেখা যায়। সম্ভবত প্রথম লোকাল ধরেই পালানোর পরিকল্পনা ছিল। কিন্তু পালানোর আগেই পুলিশ তাঁকে ধরে ফেলে। বর্তমানে ওই হামলাকারীকে বান্দ্রা থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

তদন্তে জানা গিয়েছে, আততায়ী সইফের ঘরে নয়, তাঁর ছোট ছেলে জেহ-র ঘরে ঢুকছিল। সেই সময় পরিচারিকা দেখে ফেলেন। চিৎকার করতেই তাঁকে ইশারা চুপ করতে বলে হামলাকারী। দাবি করে ১ কোটি টাকার। পরিচারিকা তাঁকে বাধা দিলে সে ছুরির কোপ মারে। চিৎকার শুনে বেরিয়ে আসেন সইফ। হামলাকারীকে বাধা দিলে, সইফের উপরে ঝাঁপিয়ে পড়ে সে। এলোপাথাড়ি কোপ মারে।

হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত নিজের পোশাকও বদল করে। আজ ভোরে লোকাল ট্রেন ধরে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু তার আগেই পুলিশ ধরে ফেলে অভিযুক্তকে।

Next Article