Food Poisoning: চাট মশলায় ভেজাল? মেলায় খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৮০ জন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 20, 2023 | 5:04 PM

Jharkhand: ঝাড়খম্ডের ধানবাদ জেলার কারমাটান্ড পঞ্চায়েত এলাকায় গত কয়েক দিন ধরেই চলছে মেলা। ভোটকা মেলায় ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের মানুষরা। বুধবার বিকালেও প্রচুর মানুষ গিয়েছিলেন সেথানে। সেখানে গিয়ে খাবারও খান। চাট মশলা দেওয়া খাবার খেয়েই ঘটেছে বিপত্তি।

Food Poisoning: চাট মশলায় ভেজাল? মেলায় খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৮০ জন
প্রতীকী ছবি

Follow Us

ধানবাদ: গ্রামে বসেছে মেলা। সেই মেলা উপলক্ষ্যে ভিড় জমেছিল ভালোই। মেলায় বসেছিল বিভিন্ন খাবারের দোকান। মেলায় ঘুরতে যাওয়া বাচ্চা থেকে বড়রা খেয়েছেন সেই খাবার। তা খেয়েই বিপত্তি। খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যাথা শুরু হয় অধিকাংশ জনের। অসুস্থ হয়ে পড়েন অনেকে। প্রায় ৮০ জন ঘটনার জেরে হাসাপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। যাদের মধ্যে অধিকাংশই বাচ্চা। জানা গিয়েছে, চাট মশলা দেওয়া খাবার যাঁরা খেয়েছেন, তাঁরাই অসুস্থ হয়েছেন। ওই চাট মশলায় ভেজাল মেশানো ছিল বলে অভিযোগ উঠেছে। মেলার খাবার খেয়ে বিষক্রিয়ার এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ জেলায়। বুধবার সন্ধ্যায় মেলায় গিয়ে খাবার খেয়ে ঘটেছে এই বিপত্তি।

ঝাড়খম্ডের ধানবাদ জেলার কারমাটান্ড পঞ্চায়েত এলাকায় গত কয়েক দিন ধরেই চলছে মেলা। ভোটকা মেলায় ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের মানুষরা। বুধবার বিকালেও প্রচুর মানুষ গিয়েছিলেন সেথানে। সেখানে গিয়ে খাবারও খান অনেকে। চাট মশলা দেওয়া খাবার খেয়েই ঘটেছে বিপত্তি। মেলা থেকে ফেরা অধিকাংশ বাচ্চার পেটে ব্যাথা শুরু হয়। কয়েক জন প্রাপ্ত বয়স্কও অসুস্থ হয়ে পড়েন। হুচুকতন্দহাদ গ্রামের অধিকাংশ বাচ্চা অসুস্থ হয়। পরিস্থিতির অবনতি রাত সাড়ে ১০টা নাগাদ অসুস্থদের নিয়ে যাওয়া হয়েছে শহিদ নির্মল মাহাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন প্রায় ৮০ জন।

হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থদের মধ্যে সবথেকে কমবয়সি ৯ বছরের পিঙ্কি কুমারী। এবং সবথেকে বেশি বয়সি হলেন ৪৪ বছরের বিজয় মাহাত। মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ইউকে ওঝা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। প্রচুর জন এক সঙ্গে ভর্তি হওয়ায় জরুরি বিভাগ পূর্ণ হয়ে গিয়েছে। সকলের জন্য শয্যার ব্যবস্থাও করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতির মোকাবিলায় অতিরিক্ত নার্স ও চিকিৎসক আনা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Next Article