মুম্বই: সন্ত্রাসবাদ মোকাবিলায় শুক্রবার থেকে মুম্বইতে বিশেষ সম্মেলন শুরু হয়েছে। সেই সম্মেলনের উপলক্ষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অর্থ সাহায্য নিয়ে বড় ঘোষণা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। শনিবার বিদেশমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা রাষ্ট্রসঙ্ঘের তহবিলে ভারত ৫ লক্ষ মার্কিন ডলার অনুদান দেবে। সদস্য দেশগুলিতে জঙ্গি মোকাবিলা এবং জঙ্গি দমনে পরিকাঠামো বৃদ্ধির কাজে এই অনুদান কাজে লাগবে। নয়া দিল্লিতে UN Security Council special meeting of the Counter Terrorism Committee-র বৈঠকের প্লেনারি সেশন থেকে এই ঘোষণা করেন বিদেশমন্ত্রী।
বিদেশমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলার করার জন্য রাষ্ট্রসঙ্ঘের তহবিলে চলতি বছর ৫ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লক্ষ টাকা) অনুদান দেবে ভারত। সেই অনুদান থেকে সদস্য দেশগুলির পরিকাঠামো উন্নতির সঙ্গে সঙ্গে জঙ্গি হামলার মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হবে।” এদিন বক্তব্য রাখার সময় সন্ত্রাসবাদীদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয় নিয়ে সকলকে সতর্ক করেছেন বিদেশমন্ত্রী। জয়শঙ্কর মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের কার্যকলাপ রুখতে সতর্ক হতে হবে।
শনিবার বিদেশমন্ত্রী বলেন, “ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিকে ব্যবহার করে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীরা তাদের মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সোশ্যাল মিডিয়াতে হাতিয়ার করে বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করছে। এমনকী যুব সম্প্রদায়ের মগজধোলাই করে জঙ্গি সংগঠনে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।” জয়শঙ্কর জানিয়েছেন, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ ২০ বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদ মোকাবিলাতে পদক্ষেপ করলেও জঙ্গি কার্যকলাপ ক্রমাগত বেড়েই যাচ্ছে।
জয়শঙ্কর বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলায় বিগত ২০ বছর ধরে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাসত্ত্বেও এশিয়া ও আফ্রিকাতে সন্ত্রাসবাদের বিপদ ক্রমেই বাড়ছে।” শুক্রবার মুম্বইতে এই বিশেষ সম্মেলেন শুরু হয়েছে। ২০০৮ সালে ২৬ নভেম্বর সেখানে পাকিস্তানি জঙ্গিদের আক্রমণের ১৪০ জন ভারতীয় নাগরিক ২৬ জন বিদেশী নাগরিকের মৃত্যু হয়েছিল। এই প্রথম রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরের বাইরে এই ধরনের সম্মেলন আয়োজিত হচ্ছে।