ওয়াশিংটন: খালিস্তানি জঙ্গি নিয়ে কানাডা-ভারত দ্বৈরথ চলছে। এর মধ্যে রাষ্ট্রসঙ্ঘে কানাডায় বিচ্ছিন্নতাবাদী শক্তির বাড়বাড়ন্ত নিয়ে সরব হয়েছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। এবার এই বিষয়টি নিয়ে আরও আক্রমণাত্মক হলেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের দেশে থাকার ব্যাপারে কানাডার ‘অনুমতিসূচক মনোভাব’ রয়েছে। রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই কানাডায় তাদের ‘অপারেটিং স্পেস’ দেওয়া হয়েছে এবং কানাডায় রাষ্ট্রদূতেরাও ‘নিরাপদ নন’ বলেও মন্তব্য করেন বিদেশমন্ত্রী (S. Jaishankar)।
কানাডা থেকে ভারতে ‘সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ’ পরিচালিত হয় বলেও অভিযোগ করেছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন, কানাডা এমন একটি দেশ, যেখানে ভারত থেকে মানবপাচারের সঙ্গে, হিংসা এবং সন্ত্রাসবাদের মতো অপরাধমূলক কার্যকলাপ সংযুক্ত। এটি একটি খুব বিপজ্জনক সংমিশ্রণ। বিচ্ছিন্নতাবাদী সংগঠন, চরমপন্থীরা কানাডা থেকে তাদের কাজকর্ম পরিচালনা করার জায়গা পেয়েছে বলেও অভিযোগ জয়শঙ্করের।
সম্প্রতি খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যা নিয়ে দুই দেশের কূটনৈতিক বিরোধ তুঙ্গে উঠেছে। কানাডায় ভারতীয় আধিকারিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলে তাঁকে বিতাড়িত করেছে ট্রুডোর সরকার। পাল্টা কড়া পদক্ষেপ করেছে ভারতও। তবে এই সমস্ত ঘটনার আগে থেকেই বিচ্ছিন্নতাবাদী সংগঠন নিয়ে কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক উত্তেজনা ছিল বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।