S Jaishankar to travel to Pakistan: ৯ বছর পর পাকিস্তানে যাচ্ছেন ভারতের কোনও বিদেশমন্ত্রী, দুই দেশের সম্পর্কের বরফ গলবে?

S Jaishankar to travel to Pakistan: ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামাবাদে গিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ৯ বছর পর ভারতের কোনও বিদেশমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সম্মেলনের পাশাপাশি কি দুই দেশের আলাদা কোনও বৈঠক হবে?

S Jaishankar to travel to Pakistan: ৯ বছর পর পাকিস্তানে যাচ্ছেন ভারতের কোনও বিদেশমন্ত্রী, দুই দেশের সম্পর্কের বরফ গলবে?
চলতি মাসের মাঝামাঝি পাকিস্তানে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 04, 2024 | 7:12 PM

নয়াদিল্লি: ৯ বছরের ব্যবধান। শেষবার ভারতের কোনও বিদেশমন্ত্রী পাকিস্তানে গিয়েছিলেন ৯ বছর আগে। ২০১৫ সালের ডিসেম্বরে পড়শি এই দেশে গিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ৯ বছর পর পাকিস্তানে যাচ্ছেন বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন(SCO) সম্মেলনে যোগ দিয়ে অক্টোবরের মাঝামাঝি তিনি পড়শি দেশে যাচ্ছেন বলে শুক্রবার জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামাবাদ গিয়েছিলেন সুষমা। এবার ১৫ ও ১৬ অক্টোবর এসসিও-র কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট(CHG)-র বৈঠকের আয়োজক দেশ পাকিস্তান। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “পাকিস্তানে এসসিও সম্মেলনে আমাদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী।”

৯ বছর পর ভারতের কোনও বিদেশমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সম্মেলনের পাশাপাশি কি দুই দেশের আলাদা কোনও বৈঠক হবে? যদিও সেই জল্পনা উড়িয়ে দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। তিনি জানিয়ে দেন, শুধুমাত্র এসসিও সম্মেলনে যোগ দিতেই পাকিস্তানে যাচ্ছেন বিদেশমন্ত্রী। এসসিও সম্মেলনে যোগ দিতে গত অগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। কূটনীতিকরা বলছেন, এই সম্মেলনে বিদেশমন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বড় বার্তা দিল নয়াদিল্লি। আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বড় ভূমিকা নেয় এসসিও। সেই সম্মেলনে বিদেশমন্ত্রীকে পাঠিয়ে নয়াদিল্লি বুঝিয়ে দিল, এই সম্মেলনকে যথেষ্ট গুরুত্ব দেয় ভারত।

ভারত-পাকিস্তান ছাড়াও এসসিও-র সদস্য দেশগুলি হল চিন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। গত বছর এসসিও সম্মেলনে নেতৃত্ব দিয়েছিল ভারত। গত বছরের জুলাইয়ে ভার্চুয়ালি এই সম্মেলন হয়েছিল। ২০০৫ সালে পর্যবেক্ষক দেশ হিসেবে এসসিও-তে যোগ দেয় ভারত। ২০১৭ সালে পূর্ণ সদস্য হয়। একই বছর এসসিও-র পূর্ণ সদস্য দেশ হয় পাকিস্তানও।