Anil Antony Joins BJP: কংগ্রেসের ‘হাত’ ছাড়ার তিনমাসের মধ্যে পদ্মশিবিরে যোগ অ্যান্টনি-পুত্রের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 06, 2023 | 11:18 PM

Anil Antony Joins BJP: বিজেপিতে যোগ দিলেন একে অ্য়ান্টনি পুত্র অনিল অ্য়ান্টনি। জানুয়ারিতেই তিনি কংগ্রেসের হাত ছেড়ে বেরিয়ে আসেন।

Anil Antony Joins BJP: কংগ্রেসের হাত ছাড়ার তিনমাসের মধ্যে পদ্মশিবিরে যোগ অ্যান্টনি-পুত্রের
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) উপর বিবিসির তথ্য়চিত্রে নিয়ে কংগ্রেসের সঙ্গে মতবিরোধ। তারপর কংগ্রেস হাত ছেড়ে বেরিয়ে আসেন। আর কংগ্রেস হাত ছাড়ার তিনমাসের মধ্যে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির (A K Antony) ছেলে অনিল অ্য়ান্টনি (Anil Antony)।

আজ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, ভি মুরলীধরন ও কেরল বিজেপির প্রধান কে সুন্দ্রন আনুষ্ঠানিকতার মাধ্যমে অনিল অ্য়ান্টনিকে বিজেপিতে স্বাগত জানালেন। প্রসঙ্গত, এই বছর জানুয়ারি মাসেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। কেরল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেন। তারপর আজ যোগ দিলেন বিজেপিতে। অনিল অ্য়ান্টনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “প্রত্যেক কংগ্রেস কর্মী বিশ্বাস করে যে তাঁরা একটি পরিবারের জন্যই কাজ করছেন। কিন্তু আমি মনে করি আমি দেশের জন্য কাজ করছি।” এর পাশাপাশি মোদীর প্রশংসা করে তিনি বলেন, “বহুমুখী বিশ্বে ভারতকে শীর্ষস্থানে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে।” এদিকে অনিল অ্যান্টনির বিজেপিতে যোগদানের পর পীযূষ গয়াল বলেছেন, তিনি একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন ব্যক্তি ব্যক্তিত্ব। অনিল অ্যান্টনির যোগ্যতা দেখে তিনি খুব মুগ্ধ হয়েছেন বলেও জানান। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “সাসটেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। আমার বিশ্বাস বিজেপিতে তাঁর সক্রিয় ভূমিকা থাকবে এবং দাক্ষিণাত্যে বিজেপির বিস্তারে সাহায্য করবেন তিনি। এদিকে কংগ্রেস আক্রমণ শানিয়েছে যে অনিল তাঁর নিজের বাবাকে ঠকিয়েছেন। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা একে অ্য়ান্টনি বলেছেন, বিজেপিতে যোগ দিয়ে ভুল কাজ করেছে ছেলে।

প্রসঙ্গত, এই বছর ২০০২ সালের গুজরাট হিংসা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র সম্প্রচার করে। বিজেপির তরফে এই তথ্য়চিত্রের সমালোচনা করা হয় এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এই তথ্যচিত্রের সম্প্রচার নিষিদ্ধ করা হয়। তা নিয়ে সুর চড়ায় কংগ্রেস সহ বিরোধীরা। তবে বিজেপির মতোই বিবিসির তথ্যচিত্রের সমালোচনা করেন অনিল অ্যান্টনিও। বিবিসির তথ্য়চিত্রের সমালোচনা করে টুইট করেন তিনি। অনিল অ্য়ান্টনি বলেন, বিবিসির এই তথ্যচিত্র দেশের সার্বভৌমত্বকে খর্ব করে। তাঁর এই মন্তব্য নিয়ে কংগ্রেসের মধ্যেই বিরোধ তৈরি হয়। সেই টুইট মুছে ফেলার জন্য তাঁকে বলা হয় দলের তরফে। এই বাদানুবাদের পর জানুয়ারি মাসেই কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। এবার সেই অনিল অ্যান্টনিই যোগ দিলেন বিজেপিতে।

Next Article