Amarinder Singh to Join BJP: আর জোটসঙ্গী নয়, বিজেপিতেই নতুন ‘ইনিংস’ শুরু করছেন ক্যাপ্টেন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 19, 2022 | 9:37 AM

Amarinder Singh to Join BJP: গত সপ্তাহেই জানা গিয়েছিল যে, আর জোটসঙ্গী হিসাবে নয়, এবার সরাসরি বিজেপির সদস্য হতে চলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সম্প্রতিই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন।

Amarinder Singh to Join BJP: আর জোটসঙ্গী নয়, বিজেপিতেই নতুন ইনিংস শুরু করছেন ক্যাপ্টেন
আজই বিজেপিতে যোগ দেবেন অমরিন্দর সিং।

Follow Us

চণ্ডীগঢ়: কংগ্রেস ছাড়ার পর থেকেই জল্পনা ছিল। এবার সত্যিই বিজেপিতে যাচ্ছেন ক্যাপ্টেন। আজ, সোমবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তাঁর দল পঞ্জাব লোক কংগ্রেসও বিজেপির সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। আজ দলীয় বৈঠকের পরই বিজেপিতে যোগ দেবেন ক্য়াপ্টেন।

২০২১ সালের সেপ্টেম্বরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হওয়ার পরই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন অমরিন্দর সিং। দল ছাড়ার পর থেকেই জল্পনা ছিল তিনি বিজেপিতে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বারবার সাক্ষাতে সেই জল্পনা আরও বেড়েছিল। কিন্তু তিনি নিজের দল তৈরি করেন। পঞ্জাব বিধানসভা নির্বাচনে তাঁর দল বিজেপির সঙ্গে জোট বেঁধেই লড়েছিল।

আজ দিল্লিতে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতেই অমরিন্দর সিং বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে সাতজন প্রাক্তন বিধায়ক, একজন প্রাক্তন সাংসদ, যারা অমরিন্দর সিংকে দেখেই পঞ্জাব লোক কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তারাও বিজেপিতে যোগ দেবেন।

গত সপ্তাহেই জানা গিয়েছিল যে, আর জোটসঙ্গী হিসাবে নয়, এবার সরাসরি বিজেপির সদস্য হতে চলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সম্প্রতিই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন। যদিও এই সাক্ষাৎকে তিনি অ-রাজনৈতিক সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করেছিলেন। জাতীয় নিরাপত্তা এবং পঞ্জাবে যেভাবে মাদক ও সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে, তা নিয়ে আলোচনা করতেই তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বলে দাবি করেছিলেন।

পাটিয়ালার রাজপরিবারের সদস্য অমরিন্দর সিং পঞ্জাবের দুইবারের মুখ্যমন্ত্রী ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি বিজেপি ও শিরোমণি আকালি দল সংযুকের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়লেও জিততে পারেননি। বরং নিজের গড় পাটিয়ালা থেকেও আপ প্রার্থীর কাছে ১৯ হাজারেরও বেশি ভোটে হেরে গিয়েছিলেন তিনি। শাসক দল কংগ্রেসকে গো-হারান হারিয়ে ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসনেই জয়ী হয়ে সরকার গঠন করে আম আদমি পার্টি। কংগ্রেসের ঝুলিতে আসে মাত্র ১৮টি আসন। বিজেপি পায় ৭টি আসন।

Next Article