Amarinder Singh Joins BJP : ‘কংগ্রেসের জন্য ভারত চিনের পিছনে’, বিজেপিতে যোগ দিয়ে শুরু ক্যাপ্টেনের ব্য়াটিং

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 19, 2022 | 7:40 PM

Amrinder Singh Joins BJP : সোমবার বিজেপিতে যোগ দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। বিজেপিতে যোগ দিয়েই তিনি তোপ দাগলেন কংগ্রেসের উপরে।

Amarinder Singh Joins BJP : কংগ্রেসের জন্য ভারত চিনের পিছনে, বিজেপিতে যোগ দিয়ে শুরু ক্যাপ্টেনের ব্য়াটিং
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

নয়া দিল্লি : বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। অবশেষে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সোমবার দিল্লিতে বিজেপির দফতরে তাঁকে দলে স্বাগত জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। এদিন সকালেই রাজধানীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন ৮০ বছর বয়সী অমরিন্দর সিং। জানা যায়, তিনি এদিনই বিজেপিতে যোগ দেবেন। এদিকে আজ বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেসকে সরাসরি তোপ দাগলেন ক্যাপ্টেন।

প্রসঙ্গত, এ বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসতে বাধ্য হন তিনি। তারপর নির্বাচনের মুখেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে নিজের একটি দল গঠন করেন অমরিন্দর। দলেন নাম দেন পঞ্জাব লোক কংগ্রেস। তখন থেকেই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একাধিকবার দেখা করেন ক্যাপ্টেন। তখন জল্পনা শুরু হয়, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। কিন্তু সেই সময় তিনি বিজেপিতে যোগ দেবেন না বলে জানিয়ে দেন। তবে বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট
বেঁধে নির্বাচন লড়ে ক্যাপ্টেনের পঞ্জাব লোক কংগ্রেস। তবে আপের কাছে মাথা তুলে দাঁড়াতে পারেনি সেই জোট। নিজের এলাকার পাটিয়ালা কেন্দ্র থেকে দাঁড়িয়ে হেরে যান অমরিন্দর। তাঁর দলের কোনও প্রার্থীই মাথা তুলে দাঁড়াতে পারেনি এই নির্বাচনে। অবশেষে বছর ঘুরতে না ঘুরতেই বিজেপিতে পা রাখলেন অমরিন্দর। তাঁর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দিলেন ৭ জন প্রাক্তন বিধায়ক ও ১ জন প্রাক্তন সাংসদ।

এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে অমরিন্দর কংগ্রেসকে তোপ দাগেন। তিনি বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন অ্যান্টনি কোনও অস্ত্র আনেনি। দুর্ভাগ্যজনকভাবে আজ চিন অস্ত্রশস্ত্রের দিক থেকে ভারতের থেকে এগিয়ে আছে। এর জন্য কংগ্রেস দায়ী।’ উল্লেখ্য, কংগ্রেসের ভিতরের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এর আগেও মুখ খুলতে দেখা গিয়েছিল অমরিন্দর। কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধীকে লেখা তাঁর ইস্তফাপত্রে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার বিজেপিতে যোগ দেওয়ার পর সরাসরি কংগ্রেসকে তোপ দাগলেন ক্যাপ্টেন।

Next Article