KCR hospitalised: নির্বাচনের হারের পর হাড় ভাঙার বিপত্তি! মাঝরাতেই হাসপাতালে কেসিআর

Dec 08, 2023 | 12:08 PM

হায়দরাবাদ: সময়টা মোটেই ভাল যাচ্ছে না ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা তেলঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর। নির্বাচনের হারের জ্বালা না জুড়োতেই পায়ে চোট পেলেন তিনি। যার জেরে সুক্রবার ভোর ২টো নাগাদ হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি করতে হয়েছএ তাঁকে। সূত্রের খবর, শুক্রবার ভোরে নিজের বাড়িতেই পড়ে গিয়েছিলেন তিনি। যার জেরে তাঁর কোমরের হাড় ভেঙে গিয়েছে। সেই হাড় জুড়তে অস্ত্রোপচার করতে হতে পারে।

KCR hospitalised: নির্বাচনের হারের পর হাড় ভাঙার বিপত্তি! মাঝরাতেই হাসপাতালে কেসিআর
কেসিআর (ফাইল ছবি)
Image Credit source: ANI

Follow Us

হায়দরাবাদ: সময়টা মোটেই ভাল যাচ্ছে না ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা তেলঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর। নির্বাচনের হারের জ্বালা না জুড়োতেই পায়ে চোট পেলেন তিনি। যার জেরে সুক্রবার ভোর ২টো নাগাদ হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। সূত্রের খবর, শুক্রবার ভোরে নিজের বাড়িতেই পড়ে গিয়েছিলেন তিনি। যার জেরে তাঁর কোমরের হাড় ভেঙে গিয়েছে। সেই হাড় জুড়তে অস্ত্রোপচার করতে হতে পারে।

নির্বাচনে হারের পর থেকে খুব একটা বাড়ির বাইরে বের হচ্ছিলেন না তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত তিন দিন ধরে তিনি নিজের বাড়িতেই দলের লোকজনের সঙ্গে দেখা করছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে বাড়িতেই পড়ে গিয়ে কোমরে চোট পান কেসিআর। এরপর, গভীর রাতেই তাঁকে হায়দরাবাদের যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত ভর্তি আছেন তিনি।

কেসিআর আহত হওয়ার খবর পেতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কেসিআর লিখেছেন, “তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী কেসিআর গারু চোট পেয়েছেন জেনে দুঃখ পেলাম। আমি তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।”

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হওয়ার আগে, ২০১৪ থেকে ২০২৩ – দুই মেয়াদে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন কেসিআর। এই নির্বাচনে তেলঙ্গানার দুটি আসন থেকে লড়েছিলেন তিনি। কেসিআর-এর গড় হিসেবে পরিচিত গজওয়েল আসন থেকে জিতলেও, কামারেড্ডি আসনে বিজেপির কাতিপল্লী বেঙ্কট রমনা রেড্ডির কাছে পরাজিত হন তিনি। এই আসনে অবশ্য় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের রেবন্ত রেড্ডিও। প্রাক্তন ও বর্তমান দুই মুখ্যমন্ত্রীকেই পরাজিত করেন বিজেপি প্রার্থী। ১১৯-সদস্যের তেলঙ্গানা বিধানসভায় কংগ্রেস ৬৪টি আসন জিতেছে। বিআরএস পেয়েছে মাত্র ৩৯টি আসন।

Next Article