ইন্দোর: সকাল-সকাল ভোট দিলেই বিনামূল্যে মিলবে পোহা (Poha) ও জিলাপি (Jilabi)। শুনতে অবিশ্বাস্য লাগছে! মধ্য প্রদেশের ইন্দোরের ভোটারদের (Indore voters) জন্য এমনই অফার দেওয়া হয়েছে। তবে কোনও রাজনৈতিক দলের তরফে নয়, প্রখ্যাত এক ‘ফুড হাবে’র খাবারের দোকানের তরফে এই ঘোষণা করা হয়েছে। কিন্তু, খাবারের দোকান হলেও ভোটের সময় এই ধরনের ঘোষণায় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এর পিছনে কোনও বিশেষ রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলে অভিযোগও উঠছে।
মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচন হবে আগামী ১৭ নভেম্বর। ইতিমধ্যে রাজ্যে নির্বাচনী আচরণ বিধি শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। বিজেপি যেমন গদি ধরে রাখতে মরিয়া, তেমনই গেরুয়া-রাজ্যে থাবা বসাতে তৎপর কংগ্রেস।
এর মধ্যেই রাজধানী, ইন্দোর শহরের প্রখ্যাত ফুড হাবের দোকানের তরফে বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ইন্দোর শহরের প্রখ্যাত ‘ফুড হাব’ হল ‘৫৬ দোকান’। এই এলাকার খাবারের দোকানিদের তরফে বলা হয়েছে, যারা সকাল-সকাল ভোট দেবে, তাদের আঙুলে ভোটের কালি দেখাতে পারলেই বিনামূল্য পোহা ও জিলাপি দেওয়া হবে। খাবারের দোকানের এই ধরনের ঘোষণার পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ উঠেছে।
যদিও ৫৬ দোকান ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গুঞ্জন শর্মা বলেন, “স্বচ্ছতার দিক থেকে ইন্দোর দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। আমরা চাই, ভোটদানের ক্ষেত্রেও আমাদের শহর শীর্ষে থাকুক। সেজন্যই যারা ভোট দেবে তাদের বিনামূল্যে পোহা ও জিলাপি দেওয়া হবে।” ১৭ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত এই অফার থাকবে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালে গত বিধানসভা নির্বাচনে ইন্দোর শহরের ৫টি আসনের মোট ভোটার সংখ্যা ছিল ১৪.৭২ লাখ। এর মধ্যে ৬৭ শতাংশ ভোট দিয়েছিলেন, যা রেকর্ড। সেবার ভোটে জয়ী হয়েছিল বিজেপি।