নয়া দিল্লি: রোজ ঘুম থেকে উঠে প্যান-ডি খান? হাড়ের জোর বাড়াতে চিকিৎসক শেলক্যাল খেতে বলেছেন? মুঠো মুঠো ওষুধ তো খাচ্ছেন, কিন্তু এই ওষুধগুলি আদৌ আপনার শরীরে উপকার করছে নাকি অপকার- তা জানেন? ভয়ঙ্কর তথ্য সামনে আনল সেন্ট্রাল ড্রাগ রেগুলেটরি অথারিটি। শেলক্যাল ৫০০, প্যান-ডি র মতো ওষুধ আদতেও গুণমানের নয় বলেই জানাল সংস্থা। ৪৯টি ওষুধকে চিহ্নিত করা হয়েছে, যা গুণগত পরীক্ষায় পাশ করতে পারেনি। এর মধ্যে প্যারাসিটামল থেকে শুরু করে অক্সিটোসিন, ফ্লুকোনাজ়োলের মতো ওষুধও রয়েছে।
সেন্ট্রাল ড্রাগ রেগুলেটরি অথারিটি সম্প্রতি বিভিন্ন ওষুধের গুণগত মান পরীক্ষা করে। আর তাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এল। জানা গিয়েছে, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিকস, ইপকা ল্যাবরেটরিজ, অ্যালকেম হেলথ সায়েন্স, অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল, ক্যামিলা ফার্মাসিউটিক্যালের মতো একাধিক সংস্থার তৈরি ওষুধই গুণগত মানে উত্তীর্ণ হতে পারেনি। মোট ৩০০০ স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে ১.৫ শতাংশ ওষুধ গুণগত মানে ফেল করেছে।
১. UrimaxD
২. SHELCAL 500
৩. PAN-D
৪. DecaDurabolin 25 Inj
১. Neurotem-NT
২. Cefuroxime Axetil Tablets IP 500 mg
৩. Loperamide Hydrochloride Tablets IP
৪. Floxages-OZ
৫. Wintel 40 Tablets
৬. Moxica -250
৭. Frusemide Injection IP 20 mg
৮. Cloxacillin Sodium Capsules IP 250 mg
৯. Fluorometholone Eye Drops IP
১০. Panlib 40 Tablets
১১. B – Cidal 625
১২. Trypsin, Bromelain & Rutoside Trihydrate Tablets [Flavoshine]
১৩. C Mont LC Kid 60 ml
১৪. Yogaraja Guggulu Tablet
১৫. Telmisartan Tab IP 40 mg
১৬. Pantoprazole Inj. BP 40 mg
১৭. Glimepiride Tab IP
১৮. Cough Syrup