নয়া দিল্লি: গত ১২ দিন ধরে তাঁকে খুঁজছে পুলিশ। বিভিন্ন জায়গা থেকে তাঁর লুকিয়ে থাকার খবর আসছে, কিন্তু এখনও তাঁকে ধরা যায়নি। এরই মধ্যে বুধবার (২৯ মার্চ) এক ভিডিয়ো প্রকাশ করল পঞ্জাবের খালিস্তানপন্থী স্বঘোষিত শিখ ধর্মগুরু অমৃতপাল সিং। ভিডিয়োতে সে একের পর এক শিখ যুবকদের গ্রেফতার করার জন্য নিন্দা করেছে পঞ্জাব পুলিশের। অমৃতপাল বলেছে, “পাঞ্জাব সরকার যদি আমাকে গ্রেফতার করতে চাইত, তাহলে পুলিশ আমার বাড়িতে আসতে পারত। আমি ধরা দিতে পারতাম।” এদিকে, পুলিশ সূত্রে খবর অমৃতপাল পঞ্জাবেই ফিরে এসেছে এবং দ্রুত আত্মসমর্পণের পরিকল্পনা করছে। সংবাদ সংস্থা এএনআই-কে অমৃতসরের পুলিশ কমিশনার নৌনিহাল সিং জানান, অমৃতপাল স্বর্ণ মন্দিরে আত্মসমর্পণ করবে বলে আশা করছে পুলিশ। এরই মধ্যে এল এই ভিডিয়ো বার্তা।
ভিডিয়োতে অমৃতপাল সিং জানিয়েছে, খালসা সম্প্রদায়ের যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছে, তার সমাধানে সমগ্র সম্প্রদায়কে একত্রিত হতে হবে। কেন একটি স্বাধীন পঞ্জাব রাষ্ট্রের প্রয়োজন, তা এই মুহুর্তে সকলে বুঝতে পারছে বলেও দাবি করেছে সে। ভিডিওতে সে বলেছে, “আমি সর্বোচ্চ শিখ সংস্থার কাছে এই বিষয়ে সম্ভাব্য সকল প্ল্যাটফর্মে আলোচনা করার জন্য আবেদন করছি।” ভিডিয়োতে অমৃতপাল সিং আরও জানিয়েছে, ‘ঈশ্বরের কৃপায়’ তিনি পুলিশ পিকেটকে ফাঁকি দিয়ে পালাতে পেরেছেন। তিনি ভালই আছেন। এছাড়া, বৃহত্তর স্বার্থে সারা বিশ্বের শিখদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে সে। অমৃতপা সিং খালিস্তান অর্থাৎ, শিখদের জন্য একটি পৃথক স্বাদীন দেশ গঠনের সোচ্চার সমর্থক। গত মাসে তার এক শাগরেদকে উদ্ধার করতে পঞ্জাবের একটি থানায় সশস্ত্র অভিযান চালিয়েছিল অমৃতপাল এবং তার সমর্থকরা। তার সপ্তাহ দুয়েক পরই অমৃতপালকে ধরতে তার আস্তানায় হানা দিয়েছিল পুলিশ। সেই থেকে, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে সে।
এই ভিডিয়ো প্রকাশের আগে, অমৃতপালের খোঁজে হোশিয়ারপুরের গ্রামে হানা দিয়েছিল পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের কাছে খবর এসেছিল যে, হোশিয়ারপুরের গ্রামের মধ্য দিয়ে সে অমৃতসরে উদ্দেশে যাত্রা করছে। এরপরই পুলিশ হোশিয়ারপুর এবং পার্শ্ববর্তী গ্রামগুলিতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছিল। প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে তার ও তার শাগরেদদের খোঁজ করে পুলিশ। তবে, আরও একবার পুলিশের চোখে ধুলে দিতে সক্ষম হয় অমৃতপাল সিং। হোশিয়ারপুরের মারাইয়ান নামে এক গ্রামের গুরুদ্বারে একটি ইনোভা গাড়ি ফেলে সে মাঠের মধ্য দিয়ে পালায়। পরে ওই স্থানে এসে পুলিশ গাড়িটি উদ্ধার করে। তাকে ধরতে রাস্তায় রাস্তায় চেকপোস্ট এবং ব্যারিকেড স্থাপন করেছিল পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে অনুসন্ধান চালানো হয়। কিন্তু পুলিশের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সম্ভবত মঙ্গলবার রাতেই আত্মসমর্পণ করত অমৃতপাল। তার আগে সে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাত্কার দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলছে বুঝেই সিদ্ধান্ত পরিবর্তন করেছিল।