G-20 Summit: ‘গোটা বিশ্ব-ই আমার আত্মীয়’, জি-২০ সামিটে ঐক্যের বার্তা ভারতের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 11, 2023 | 12:54 PM

One Family: চলতি বছর সেপ্টেম্বরে জি-২০ সামিট বসবে নয়াদিল্লিতে। তবে জানুয়ারি থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর প্রতিটি বৈঠকের মাধ্যমেই একতার বার্তা তুলে ধরতে তৎপর নরেন্দ্র মোদীর সরকার।

G-20 Summit: গোটা বিশ্ব-ই আমার আত্মীয়, জি-২০ সামিটে ঐক্যের বার্তা ভারতের
জি-২০ সামিটে একতার বার্তা ভারতের।

Follow Us

নয়া দিল্লি: বসুদেবও কুতুম্বকম! ভারতের সভাপতিত্বে আয়োজিত চলতি বছরের জি-২০ সামিটের (G-20 Summit) ট্যাগ লাইন হল, ‘বসুদেবও কুতুম্বকম’। যার বাংলা অর্থ, ‘গোটা বিশ্ব-ই আমার আত্মীয়’। এই ট্যাগ লাইন থেকেই স্পষ্ট, গোটা বিশ্বকে একতার বার্তা দিচ্ছে ভারত। তবে কেবল ট্যাগ লাইনের মাধ্যমে বার্তা দেওয়া নয়, আন্তর্জাতিক যোগা দিবস (International Yoga Day) সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ‘এক পরিবার’ (One Family)-এর বার্তা দিয়েছে ভারত (India)।

চলতি বছর সেপ্টেম্বরে জি-২০ সামিট বসবে নয়াদিল্লিতে। তবে জানুয়ারি থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জি-২০ অন্তর্ভুক্ত সমস্ত দেশের প্রতিনিধিদের নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে আলাদা-আলাদা বৈঠক চলছে। আর প্রতিটি বৈঠকের মাধ্যমেই একতার বার্তা তুলে ধরতে তৎপর নরেন্দ্র মোদীর সরকার।

এবছর নবম আন্তর্জাতিক যোগা দিবসেও সভাপতিত্ব করেছে ভারত। রাষ্ট্রসঙ্ঘে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। ১৩৫টির বেশি দেশের লক্ষাধিক মানুষ ওই অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং মোট জমায়েতের নিরিখে ওয়ার্ল্ড রেকর্ড করেছে সেই অনুষ্ঠান। কেবল ওয়ার্ল্ড রেকর্ড নয়, আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানেও একতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পর্যটন ক্ষেত্রের প্রসারেও ইতিমধ্যে বেশ কয়েকবার জি-২০ ভুক্ত দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে ভারতের পর্যটন মন্ত্রক। সেই বৈঠকগুলিতে দেশের সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে পর্যটন প্রসারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ভারতের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর বার্তা তুলে ধরা হয়েছে। আবার বিশ্ব অর্থনীতিতেও ভারতের অংশিদারিত্ব নিয়ে জি-২০-র তৃতীয় বৈঠকে আলোচনা হয়। শুধু তাই নয়, মহিলারাও যে পুরুষদের সঙ্গে সম-মর্যাদায় আসীন, সেটাও তুলে ধরা হয়েছে ‘ওমেন-২০ সামিটে’র মাধ্যমে।

বর্তমানে ‘গ্লোবাল ওয়ার্মিং’ ঠেকাতে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণের উপর নজর দেওয়া যে বিশেষ জরুরি এবং এব্যাপারে সমস্ত দেশকে যৌথভাবে এগিয়ে আসতে হবে, সেকথাও তুলে ধরা হয়েছে জি-২০ বৈঠকে। বিশ্ব পরিবেশ দিবসে যেমন বৃক্ষরোপণের মাধ্যমে সমগ্র বিশ্বকে রক্ষা করার বার্তা তুলে ধরা হয়, তেমনই জল সংরক্ষণের বিষয়টিও তুলে ধরা হয়েছে জি-২০ বৈঠকে। আবার কৃষিক্ষেত্রের উন্নয়নে হায়দরাবাদে বিশেষ বৈঠক আয়োজিত হয়েছে। সেই বৈঠকে মিলেট অর্থবর্ষ হিসাবে মিলেটের উপর জোর দেওয়া হয়েছে। আবার সকলের জন্য খাদ্য, স্বাস্থ্য পরিষেবার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এবারের জি-২০ সামিটে দক্ষিণ বিশ্বের জন্য উন্নয়নই প্রধান ইস্যু বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Next Article