G-20 Summit: উন্নয়নের নয়া দিশা, জি-২০ সামিটে চালু হল ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ সংযোগ করিডর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 09, 2023 | 8:20 PM

connectivity corridor: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ সংযোগ করিডোর চালু করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী জানান, সামাজিক, ডিজিটাল এবং আর্থিক পরিকাঠামোতেও বিনিয়োগ করা হচ্ছে। এই করিডরটি সংযুক্ত আরব আমির শাহী, সৌদি আরব, ইজরায়েল সহ মধ্যপ্রাচ্য জুড়ে রেল ও বন্দর পরিষেবাকে সংযুক্ত করবে।

G-20 Summit: উন্নয়নের নয়া দিশা, জি-২০ সামিটে চালু হল ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ সংযোগ করিডর
ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে সংযোগের নয়া দিশা স্থাপন।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: জি-২০ সামিটের প্রথম দিনই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দেওয়ার ঘোষণার পর এবার ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং বাণিজ্যের প্রসার ঘটাতে শনিবার এক বড় পদক্ষেপ গৃহীত হল। ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ সংযোগ করিডর চালু হল।

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ সংযোগ করিডর সংযোগ ও উন্নয়নের ক্ষেত্রে স্থায়ী উন্নয়নের দিশা দেবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আগামী দিনে এই করিডরটি ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অর্থনৈতিক জোটের জন্য একটি কার্যকর মাধ্যম হয়ে উঠবে।” মানব সভ্যতার বিকাশের মৌলিক ভিত্তি সংযোগ এবং পরিকাঠামো জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারত তার উন্নয়ন যাত্রায় সংযোগ এবং পরিকাঠামোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।”

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ সংযোগ করিডরের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেন, “এটা সত্যিই একটা বড় চুক্তি। আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই।” সুন্দর ভবিষ্যতের জন্য স্থায়ী, স্থিতিশীল পরিকাঠামো তৈরি করা এবং গুণগত মানের পরিকাঠামো তৈরিতে বিনিয়োগ করা জরুরি জানিয়ে তিনি আরও বলেন, “এই লক্ষ্যে গত বছর আমরা সংকল্প নিয়েছিলাম।” অন্যদিকে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ইউসুলা ভন ডের লিয়েনও এই করিডর স্থাপনকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন।

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ সংযোগ করিডোর চালু করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী জানান, সামাজিক, ডিজিটাল এবং আর্থিক পরিকাঠামোতেও বিনিয়োগ করা হচ্ছে। এই করিডরটি সংযুক্ত আরব আমির শাহী, সৌদি আরব, জর্ডন এবং ইজরায়েল সহ মধ্যপ্রাচ্য জুড়ে রেল ও বন্দর পরিষেবাকে সংযুক্ত করবে বলে সূত্রের খবর।

Next Article