G-20 Summit: জলবায়ু পরিবর্তন ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে মহাবলীপুরমে বসতে চলেছে জি-২০ SFWG বৈঠক

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 18, 2023 | 11:43 PM

G-20 SFWG Meeting: তিনদিন ব্যাপী এই বৈঠক চলাকালীন মহাবলীপুরমে বিশিষ্ট স্থানে ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও SFWG বৈঠকের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

G-20 Summit: জলবায়ু পরিবর্তন ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে মহাবলীপুরমে বসতে চলেছে জি-২০ SFWG বৈঠক
জি-২০ সামিট।

Follow Us

নয়া দিল্লি: আগামী সেপ্টেম্বরে নয়া দিল্লিতে আয়োজিত হতে চলেছে জি-২০ সামিট (G-20 Summit)। এবারে জি-২০ সামিটের সভাপতিত্ব করছে ভারত। ফলে চলতি বছরের গোড়া থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বছরের গোড়া থেকেই দেশের বিভিন্ন স্থানে পৃথকভাবে জি-২০ বৈঠক শুরু হয়েছে। আগামী ১৯ জুন, সোমবার থেকে তামিলনাড়ুর (Tamil Nadu) মহাবলীপুরমে শুরু হতে চলেছে জি-২০ সাসটেনেবল ফিন্যান্স ওয়ার্কিং গ্রুপের (SFWG) বৈঠক। তিনদিন ব্যাপী চলা এই বৈঠকে পরিবেশ থেকে সামাজিক ক্ষেত্রে উন্নয়ন ও সবুজায়ন গড়ে তোলাই লক্ষ্যে রূপরেখা তুলে ধরা হবে।

জানা গিয়েছে, ১৯ জুন থেকে তামিলনাড়ুর মহাবলীপুরমে আয়োজিত জি-২০ সাসটেনেবল ফিন্যান্স ওয়ার্কিং গ্রুপের (SFWG) বৈঠক চলবে ২১ জুন, বুধবার পর্যন্ত। এই বৈঠকে জি-২০ অন্তর্ভুক্ত দেশের ১০০ প্রতিনিধি সহ আমন্ত্রিত দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এটা জি-২০ সাসটেনেবল ফিন্যান্স ওয়ার্কিং গ্রুপের (SFWG) তৃতীয় বৈঠক। এর আগে গুয়াহাটি ও উদয়পুরে এই বৈঠক আয়োজিত হয়েছিল। এবারের বৈঠকে মূলত ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন, সামাজিক উন্নয়ন ও বাস্তুতন্ত্র রক্ষা। এগুলি বাস্তবায়ন করতে সময়োপযোগী যে অর্থ বা সম্পদ প্রয়োজন, সেগুলি সম্পর্কে রূপরেখা স্থির করা হবে জি-২০ সাসটেনেবল ফিন্যান্স ওয়ার্কিং গ্রুপের (SFWG) এই তৃতীয় বৈঠকে।

এই বৈঠকে জলবায়ু ও সামাজিক উন্নয়নের ব্যাপারে রূপরেখা গড়ে তোলার পাশাপাশি মহাবলীপুরমের সংস্কৃতি ও স্থাপত্যও তুলে ধরা হবে বিদেশি প্রতিনিধিদের কাছে। সেজন্য তিনদিন ব্যাপী এই বৈঠক চলাকালীন মহাবলীপুরমে বিশিষ্ট স্থানে ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও SFWG বৈঠকের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ২১ জুন, আন্তর্জাতিক যোগা দিবস স্মরণ করেও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৯ জুন থেকে ২২ জুন পর্যন্ত গোয়ায় বসতে চলেছে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক। পর্যটনের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ঘটানো-ই চারদিন ব্যাপী এই বৈঠকের মূল লক্ষ্য।

Next Article