Gaganyaan Mission: ত্রুটি কাটিয়ে সপ্তমীতেই ‘সপ্তমে’ গগনযান, সফল উৎক্ষেপণ শ্রীহরিকোটা থেকে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 21, 2023 | 11:18 AM

ISRO: অবশেষে গগনযান মিশনের প্রথম পদক্ষেপ হিসেবে TV-D1 ফ্লাইটের সফল উৎক্ষেপণ করল ইসরো। শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে শনিবার সকাল ১০টা নাগাদ সফল উৎক্ষেপণ সম্ভব হল। ইসরোর তরফে খবরটি নিশ্চিত করে জানানো হয়, পরিকল্পনামাফিক মিশন চলছে।

Gaganyaan Mission: ত্রুটি কাটিয়ে সপ্তমীতেই সপ্তমে গগনযান,  সফল উৎক্ষেপণ শ্রীহরিকোটা থেকে
গগনযানের টেস্ট ফ্লাইটের সফল উৎক্ষেপণ করল ইসরো।
Image Credit source: ANI

Follow Us

শ্রীহরিকোটা: প্রতীক্ষার অবসান! অবশেষে গগনযান (Gaganyaan) মিশনের প্রথম পদক্ষেপ হিসেবে TV-D1 ফ্লাইটের সফল উৎক্ষেপণ করল ইসরো। শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে শনিবার সকাল ১০টা নাগাদ সফল উৎক্ষেপণ সম্ভব হল। ইসরো (ISRO)-র তরফে খবরটি নিশ্চিত করে জানানো হয়, পরিকল্পনামাফিক মিশন চলছে।

এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে গগনযান মিশনের TV-D1 ফ্লাইটের উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। সেই মতো কাউন্টডাউন শুরু হয়েছিল। কিন্তু, নির্ধারিত সময়ের ৫ সেকেন্ড আগে উৎক্ষেপণ স্থগিত করে দেওয়া হয়। ইসরো প্রধান এস সোমনাথ জানান, ৬ সেকেন্ড আগেই সেটা ধরা পড়ে, ইঞ্জিনের ইগনিশন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। ইঞ্জিনের অস্বাভাবিক আচরণ দেখেই সেই সময় উড়ান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর সকাল ১০ টায় ফের ওই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে বলে ইসরোর তরফে জানানো হয়। অবশেষে ঠিক ১০টায় গগনযানের উড়ানের সফল উৎক্ষেপণ হল।

গগনযান মিশনের TV-D1 ফ্লাইটে রয়েছে ‘ক্রু মডিউল’ এবং ‘ক্রু এসকেপ মডিউল’। পরিকল্পনা অনুযায়ী, সমুদ্রে নেমে পড়ল প্যারাসুট সমেত ক্রু মডিউল। ৩ মহাকাশচারী নিয়ে ক্রু মডিউল যাতে সমুদ্রেও নেমে পড়তে পারে, তারই মহড়া হল। গগনযান মিশনের সফল উৎক্ষেপণের পর ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “এটা ঘোষণা করতে পেরে আমি খুব খুশি যে, গগনযান TV-D1 মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে।” ক্রু মডিউল নির্মাতার বিজ্ঞানীদের ধন্যবাদও জানিয়েছেন ইসরো প্রধান।

প্রসঙ্গত, ২০২৫ সালে মূল গগনযান মিশনের লক্ষ্য নিয়েছে ইসরো। ৩ মহাকাশচারীকে নিয়ে মহাশূন্যে পাড়ি দেবে গগনযান। সেই মিশন সফল করতেই এদিন থেকে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করল ইসরো।

Next Article