গান্ধীনগর : সম্প্রতি গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করা হয়েছে। তবে সূচনার কয়েকদিনের মধ্যেই বিপত্তির মুখোমুখি হল নয়া বন্দে ভারত এক্সপ্রেস। বৃহস্পতিবার গুজরাটের বতবা রেলওয়ে স্টেশনের কাছে রেল ট্র্যাকে গবাদি পশুদের পালের সঙ্গে ধাক্কা লাগে বন্দে ভারত এক্সপ্রেসের। এদিন সকাল ১১:১৫ নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
এক রেলওয়ে আধিকারিক জানিয়েছেন, সকালের দিকে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে একদল গবাদি পশুর ধাক্কা লাগে। এই ঘটনায় ৪ জন মহিষ মারা গিয়েছে। আধিকারিক বলেছেন, ‘বতবার কাছে রেল ট্র্যাকে একটি বাঁক ছিল। ট্রেনটি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে যাচ্ছিল। ফাইবার দিয়ে তৈরি ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ রেলের মুখপাত্র জানিয়েছেন, ট্রেনের যান্ত্রিক কোনও ক্ষতি হয়নি। তিনি বলেছেন,’মহিষের মৃতদেহ সরানোর পরেই ট্রেন চালানো শুরু হয়। ট্রেনটি সময়মতো গান্ধীনগরেও পৌঁছে গিয়েছিল। এই দুর্ঘটনা ঘটেছে গৈরতপুর-বতবা স্টেশনের মাঝখানে। গ্রামবাসীদের নিজেদের গবাদি পশু রেল ট্র্যাকে না ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
Vande Bharat Express running b/w Mumbai Central to Gurajat’s Gandhinagar met with an accident after a herd of buffaloes came on the railway line at around 11.15am b/w Vatva station to Maninagar. The accident damaged the front part of the engine: Western Railway Sr PRO, JK Jayant pic.twitter.com/OLOMgEv10G
— ANI (@ANI) October 6, 2022
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীনগর স্টেশনে গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন। তিনি ট্রেনে চড়ে আহমেদাবাদের কালুপুর রেলওয়ে স্টেশন অবধিও যান। এদিকে নয়া বন্দে ভারত ট্রেনগুলি পুরনো বন্দে ভারত এক্সপ্রেসের গতিবেগের রেকর্ডও ভেঙে দিয়েছে। নয়া বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছোটে।